• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৯, ০১:২২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৭, ২০১৯, ০১:২২ পিএম

আবারো পেছালো বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের তারিখ 

আবারো পেছালো বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের তারিখ 
বিপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটের একটি মুহূর্ত। ফাইল ফটো

বাংলাদেশ প্রিমিয়ার লীগের সপ্তম আসরের প্লেয়ার্স ড্রাফট আগামী ১২ নভেম্বর হওয়ার কথা থাকলেও তা দুই-তিনদিন পিছিয়ে ১৪-১৫ তারিখ হতে পারে বলে  কয়েকদিন আগেই গণমাধ্যমকে জানিয়েছিলেন বিপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। তবে ড্রাফটের তারিখ আবারো পিছিয়ে তা ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

প্লেয়ার্স ড্রাফটের নতুন তারিখ নির্ধারণের বিষয়টি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি জানান, আসন্ন বিপিএলের দলগুলোর এবং কোচিং স্টাফদের নাম আগামী ২-৩ দিনের মধ্যেই প্রকাশ হবে করা হবে। ইতোমধ্যেই ৭ দলের মধ্যে ৫টির স্পন্সর বিসিবি পেয়ে গেছে। বাকি দুই দলের জন্য এখনো স্পন্সরের সন্ধান চলছে। বিসিবির ব্যানারেও দুই দল অংশ নিতে পারে।

যদিও চট্টগ্রাম ভিত্তিক আখতার গ্রুপ তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা চট্টগ্রামের দলটির স্পন্সর হতে যাচ্ছে। তারা জানিয়েছে, একটি পূর্ণাঙ্গ দল তৈরির প্রস্তুতি চলছে। ইতোমধ্যে দলের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব নিয়েছেন সৈয়দ ইয়াসির আলম। খেলোয়াড়, কোচিং স্টাফ, ফিজিও নিয়োগসহ আনুষঙ্গিক সব প্রক্রিয়া নাকি তাদের জোরালোভাবেই চলছে।

উল্লেখ্য, বিপিএলের এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানটা বেশ জাঁকজমকপূর্ণভাবেই করবে বিসিবি। আগামী ৮ ডিসেম্বর হতে যাওয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ১১ ডিসেম্বর মাঠে গড়াবে বঙ্গবন্ধুর নামে হতে যাওয়া এবারের টুর্নামেন্ট।

আরআইএস  

আরও পড়ুন