• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৯, ২০১৯, ০১:২০ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৯, ২০১৯, ০১:২০ পিএম

ক্রিকেটে নিষিদ্ধ হয়ে ফুটবল মাঠে সাকিব

ক্রিকেটে নিষিদ্ধ হয়ে ফুটবল মাঠে সাকিব
ফুটি হ্যাগসের হয়ে ফুটবল খেলেছেন সাকিব আল হাসান (উপরের সারিতে বাঁ থেকে প্রথমে)। ফটো : সংগৃহীত

ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার বিষয়টি গোপন করার দায়ে আইসিসির নিষেধাজ্ঞায় ক্রিকেটে বাইরেই এখন সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। যদিও বিশ্বসেরা অলরাউন্ডার ঘরে বসে থাকার পাত্র নন। তাই আবারো নেমে মাঠে নেমে পড়েছেন সুপার-৭৫। 

তবে ক্রিকেট মাঠে নয়, ফুটবল মাঠে গা গরম করে সময় কাটাচ্ছেন সাকিব। শুক্রবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে সামাজিক ফুটবল ক্লাব ফুটি হ্যাগসের হয়ে সাকিব মাঠে নামেন। প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল দ্যা কোরিয়ান এক্সপার্ট টিম। সাকিবের দল ম্যাচটি ৩-২ গোলের ব্যবধানে জিতেছে।

উল্লেখ্য, ফুটবলার সাকিব যে একেবারে কম যান না, তা অনেকেই জানেন। টাইগারদের ফুটবল অনুশীলনে সবচেয়ে পারদর্শী সাকিব। তাই তো নিজের দুঃসময়ে ফুটবল নিয়েই মেতে আছেন মি. অলরাউন্ডার।

সাকিব আল হাসানের বাবা মাসরুর রেজার ইচ্ছা ছিল ছেলেকে ফুটবলার বানানোর। তবে ফুটবলের চেয়ে ক্রিকেটে বেশি পারদর্শী ছিলেন সাকিব। ফলে ক্রিকেটেই তিনি ক্যারিয়ার গড়েন। 

আরআইএস 
 

আরও পড়ুন