• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৯, ২০১৯, ০২:৩১ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৯, ২০১৯, ০২:৩১ পিএম

সৌম্যর আউটের সময় কেন গালি দিয়েছিলেন জানালেন রোহিত

সৌম্যর আউটের সময় কেন গালি দিয়েছিলেন জানালেন রোহিত
রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

ভারত ও বাংলাদেশের মধ্যেকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে সৌম্য সরকারের আউটটা নিয়ে বেশ নাটকই হয়েছিল। বাংলাদেশ ইনিংসের ১৩তম ওভারে ইয়ুজবেন্দ্র চাহালের টার্ন মিস করে স্ট্যাম্পিং হন সৌম্য। কিন্তু বিতর্ক তৈরি হয় অন্য জায়গায়। 

উইকেটরক্ষক রিশাভ পান্ত স্টাম্পের আগেই বল ধরেছেন কি না এ নিয়ে তৈরি হয় সংশয়ের। তৃতীয় আম্পায়ার প্রথমে নট আউট দিলেও পরে আবার আউট ঘোষণা করেন। সৌম্যকে নট আউট দিতে দেখে রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। গালি দিয়ে বসেন তিনি।

ম্যাচ শেষে এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের সম্মুখীন হতে হয় রোহিতকে। তিনি নিজের দোষ স্বীকার করে নিয়ে বলেন মজার এক কথা, ‘আমি মাঠে খুব আবেগী থাকি। আগের ম্যাচে এবং আজকের (ম্যাচের দিন) দিনে কয়েকটি সিদ্ধান্ত (আম্পায়ারের) কিছুটা অগোছালো ছিল। দায়িত্ব পালন করতে গিয়ে আমরা অনেক সময় আবেগ দেখিয়ে ফেলি। পরেরবার খেয়াল রাখব, কোথায় ক্যামেরা আছে (হাসি)।’

এমএইচবি

আরও পড়ুন