• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৯, ০১:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৩, ২০১৯, ০২:৩৫ পিএম

মুস্তাফিজই হুমকি, বলছেন কোহলি

মুস্তাফিজই হুমকি, বলছেন কোহলি
বিরাট কোহলি। ছবি : ইন্ডিয়া টুডে

ফর্মটা ভালো যাচ্ছে না অনেক দিন ধরেই। যেই অমিত সম্ভাবনা নিয়ে মুস্তাফিজুর রহমানের আগমন ঘটেছিল আন্তর্জাতিক ক্রিকেটে, সেখান থেকে যেন হেঁটেছেন একেবারেই বিপরীত পথে। মায়াবী কাটারের বিষে বিদ্ধ করে উপড়ে ফেলতেন প্রতিপক্ষের স্টাম্প, সেটাও এখন অনেকটাই নির্বিষ।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একেবারেই ব্যর্থ হয়েছেন। তিন ম্যাচে কখনোই তাকে মনে হয়নি প্রতিপক্ষের জন্য হুমকি। টেস্ট ক্রিকেটেও সময়টা ভালো যাচ্ছে না। শেষ তিন টেস্ট মিলিয়ে নিয়েছেন কেবল দুই উইকেট। চলতি বছর নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের সবশেষ টেস্টে ১৪ ওভারে ৭৪ রান দিয়ে পান একটি উইকেট। চোটের জন্য খেলেননি আফগানিস্তানের বিপক্ষে দেশের সবশেষ টেস্টে। 

এমন অবস্থায় মুস্তাফিজের টেস্ট একাদশে থাকাটাই পড়ে গেছে সংশয়ে। অথচ প্রতিপক্ষ অধিনায়ক বিরাট কোহলি মনে করছেন, তাদের জন্য সবচেয়ে বড় হুমকিটা হবেন কাটার মাস্টারই। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ইন্দোরে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। তার আগে কোহলি বলেছেন মুস্তাফিজই তাদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে। 

তিনি বলেন, 'সে খুব ভালো একজন বোলার। সে লাল বলেও বেশ কিছু ম্যাচ খেলেছে। আমরা সাধারণত যাদের খেলি সব বাঁহাতি পেসারই তাদের চেয়ে আলাদা ধরনের বোলার। ওর দিকে বাড়তি মনোযোগ দিতে হবে। কারণ, আমাদের দলে না থাকায় বাঁহাতি পেসার আমরা তেমন খেলি না। এটা চ্যালেঞ্জ হবে তবে আমরা এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।'

তিনি আরও বলেন, 'এমন না আমরা বাঁহাতি পেসে গুটিয়ে যাই তবে আমাদের এদের খেলাটা কঠিন মনে হয়। কারণ, আমরা নিয়মিত বাঁহাতি পেস খেলি না। সে আমাদের জন্য হুমকি হবে। সে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে। সে অভিজ্ঞ বোলার। আইপিএলে খেলার জন্য ভারতীয় ব্যাটসম্যানদের সম্পর্কে জানে। তবে ওর বিপক্ষেও আমরা অনেক খেলেছি। আমার মনে হয়, মনোযোগ ও মনসংযোগ হবে গুরুত্বপূর্ণ ব্যাপার।'

বাংলাদেশের প্রতিও যথেষ্ট শ্রদ্ধায়ই দেখালেন ভারতীয় অধিনায়ক, ‘তারা আমাদের মতো একই রকম কন্ডিশনে খেলে আসছে। তারা নিজেদের গেম প্ল্যান জানে। কি করতে হবে সেটাও জানে। আমাদের ভালো খেলা ছাড়া কোনও উপায় নেই। আমরা কাউকে ছোট করে দেখছি না। বাংলাদেশের কোনও ব্যাটসম্যান বা বোলারকে খাটো করে দেখছি না। তারা অনেক কৌশলী। ভালো ক্রিকেট উপহার দেয়ার মতো ক্ষমতা রয়েছে তাদের। তাদের প্রতি আমরা সম্মান রয়েছে। তবে এর থেকে বড় জিনিসটি হচ্ছে দলের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।’

এমএইচবি  

আরও পড়ুন