• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০৮:১৬ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১২, ২০১৯, ০৮:১৬ পিএম

কারা হচ্ছেন বিপিএলের দলগুলোর টিম ডিরেক্টর?

কারা হচ্ছেন বিপিএলের দলগুলোর টিম ডিরেক্টর?
সংগৃহীত ছবি

বিশেষ বিপিএলের আর এক মাসও বাকি নেই। ভেতরে ভেতরে তোড়জোড় চললেও এখনো প্রকাশ্য নয় কিছুই। বঙ্গবন্ধুর নামে আয়োজিত বিপিএলের সপ্তম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ১৭ নভেম্বর। সেদিনই জানা যাবে এবারের আসরে কোন ক্রিকেটার খেলবেন কোন দলের হয়ে। 

তবে তার আগেও রয়ে গেছে বেশ কিছু প্রশ্ন। যমুনা ব্যাংক, জিভানী, আইপিসি ও আকতার গ্রুপ ও মাইন্ড ট্রি এবারের আসরে পাঁচ দলের স্পন্সর থাকছে বলে জানা গেছে। আর বাকি দুই দলের স্পন্সর বিসিবি নিজেই। কিন্তু এখনো সবার মনে জল্পনা এবারের আসরের দলগুলোর টিম ডিরেক্টর কে হবেন?

সাত টিমের সবগুলোরই বোর্ড ডিরেক্টর হিসেবে বিসিবির পরিচালকরাই থাকছেন বলে বিসিবির একটি সূত্র জানিয়েছে। সেই তালিকায় বোর্ডের অন্যতম শীর্ষ পরিচালক জালাল ইউনুস, আকরাম খানের থাকা এরকম নিশ্চিত। এছাড়া নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, গোলাম মর্তুজা পাপ্পা এবং তানজিল চৌধুরীর নামও শোনা যাচ্ছে। 

এমএইচবি

আরও পড়ুন