• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৯, ০৪:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৩, ২০১৯, ০৪:৩৭ পিএম

বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ ওয়েস্ট ইন্ডিজের পুরান

বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ ওয়েস্ট ইন্ডিজের পুরান
বল টেম্পারিংয়ের সময় পুরান। ছবি : সংগৃহীত

বল টেম্পারিংয়ের অভিযোগ ক্রিকেটে নতুন নয়, এর জন্য শাস্তিও পেয়েছেন অনেক ক্রিকেটার। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের নিষিদ্ধ হওয়ার ঘটনা তো এখনো স্মৃতিতে জ্বলজ্বলে। এবার একই অভিযোগে নিষিদ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার নিকোলাস পুরান।

সোমবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে বল টেম্পারিং করার দায়ে অভিযুক্ত হয়েছেন তিনি। ফলে আইসিসির নিষেধাজ্ঞায় ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবেন না তিনি। আইসিসির আচরণবিধির লেভেল থ্রি ভঙ্গের অপরাধ করেছেন পুরান। যেখানে ২.১৪ অনুচ্ছেদে বলা আছে, বলের আকৃতি পরিবর্তনে শাস্তির বিষয়টি।

এই শাস্তি মেনে নিয়ে পুরান বলেন, ‘সোমবার লক্ষ্মৌতে যা হয়েছে তার জন্য আমি আমার সতীর্থ, সমর্থক এবং আফগানিস্তান দলের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমি স্বীকার করছি, সত্যিই বড় ভুল করে ফেলেছি। আইসিসির শাস্তি আমি মাথা পেতে নিচ্ছি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে এটা একটি বিচ্ছিন্ন ঘটনা এবং এমনটা আর ঘটবে না। আমি এখান থেকে শিখে শক্তভাবে ফিরতে চাই।’

এমএইচবি

আরও পড়ুন