• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৯, ০৫:০০ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৩, ২০১৯, ০৫:০০ পিএম

আমরা সেরা ক্রিকেটটা খেলতে চাই : মুমিনুল

আমরা সেরা ক্রিকেটটা খেলতে চাই : মুমিনুল
মুমিনুল হক। ছবি : সংগৃহীত

দুই দশক ধরে টেস্ট আঙিনায় পা রেখেছে বাংলাদেশ। ব্যর্থতার ভীড়ে আছে বেশ কিছু সাফল্যও। কখনো কখনো সাদা পোশাকে রঙিন হয়ে উঠেছে টাইগার ক্রিকেটারদের পারফরম্যান্স। তবে এতদিনে মাত্র একবারই প্রতিবেশি রাষ্ট্র ভারতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। 

২০১৭ সালে প্রথমবারের মতো ভারতে টেস্ট খেলে টাইগাররা। তবে তার দুই বছর পরই আবারও তাদের মাটিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এবারের সিরিজটা তিন টি-টোয়েন্টি আর দুই টেস্টের। যার মধ্যে আবার গোলাপি বলে হবে একটি টেস্ট। এমন সুযোগ পেয়ে নিজেদের সেরাটাই খেলার কথা জানিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। 

তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পারাটাও আমাদের জন্য বড় একটি সুযোগ। আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে মুখিয়ে আছি। আমরা সেরা ক্রিকেট খেলতে চাই।’ 

এত বড় সিরিজে দলের সঙ্গে নেই দুই শীর্ষ তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালি। এ নিয়ে মুমিনুল বলেন, ‘সাকিব-তামিমকে ছাড়া খেলতে নামা সত্যিই বড় চ্যালেঞ্জ। তবে দলের অন্য সদস্যরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।’ 

আগামী ২২ নভেম্বর প্রথমবারের মতো গোলাপি বলে খেলতে নামবে বাংলাদেশ। দিবা-রাত্রির টেস্ট খেলতে কতটা প্রস্তুত মুমিনুলের দল?

‘এটা অনেক বড় চ্যালেঞ্জ। তবে দলের জন্য একটি বড় সুযোগও। আমরা গোলাপি বলে ঢাকায় অনুশীলন করেছি। যদিও ভারত এসে সুযোগ হয়নি। প্রথম ও দ্বিতীয় টেস্টের মাঝামাঝি সময়ে এটা নিয়ে কাজ করার সুযোগ আসবে। আমার গোলাপি বলে খেলার অভিজ্ঞতা নেই। তাই কতটা সুইং হয় সেটি এখনও জানি না। মনে হয় না এটায় কোনও সমস্যা তৈরি হবে। এটা একটা সুযোগ। জানি না আগামীতে কখন গোলাপি বলে খেলার মতো পরিস্থিতি তৈরি হবে।’

এমএইচবি

আরও পড়ুন