• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৯, ০৮:১৬ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৪, ২০১৯, ০৮:১৮ এএম

বাংলাদেশ-ভারত দিবারাত্রি টেস্ট: শিশিরের কারণে সময় পরিবর্তন

বাংলাদেশ-ভারত দিবারাত্রি টেস্ট: শিশিরের কারণে সময় পরিবর্তন
দিবারাত্রির টেস্ট আয়োজনে প্রস্তুত ইডেন গার্ডেন। ফটো : সংগৃহীত

আগামী ২২ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠেয় বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক দিবারাত্রির টেস্ট ম্যাচের সময়ে পরিবর্তন আনা হয়েছে। 

শিশিরের বিষয়টি বিবেচনায় এনে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) টেস্ট শুরুর সময় আধা ঘণ্টা এগিয়ে এনেছে। যার ফলে বাংলাদেশ সময় দুপুর ২টার পরিবর্তে ইডেন গার্ডেনে ম্যাচ শুরু হবে প্রতিদিন দুপুর দেড়টায়। 

বেলা সাড়ে ৩টার মধ্যে প্রথম সেশনের খেলা শেষ হবে। দ্বিতীয় সেশন শুরু হবে বেলা ৩টা ৪০ মিনিটে, যা চলবে বিকাল ৫টা ৪০ মিনিট পর্যন্ত। শেষ সেশন শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়, যা শেষ হবে রাত সাড়ে ৮টায়।

এদিকে, ইতিহাসে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। নতুন এই চ্যালেঞ্জে ভারতের বিপক্ষে লড়তে উন্মুখ বাংলাদেশ দল। স্বাগতিকদের মাঝেও এ ম্যাচ ছড়াচ্ছে বাড়তি উন্মাদনা। ঐতিহাসিক এ ম্যাচটিকে ঘিরে নানা আয়োজন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল।

আরআইএস 

আরও পড়ুন