• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৯, ০৪:১৪ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৮, ২০১৯, ০৪:১৪ পিএম

পিএসএলের ড্রাফটে আরও ৯ বাংলাদেশি ক্রিকেটার

পিএসএলের ড্রাফটে আরও ৯ বাংলাদেশি ক্রিকেটার
নাঈম শেখ। ছবি : সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে পাকিস্তান প্রিমিয়ার লীগের চতুর্থ আসর। যাকে ঘিরে এখন থেকেই ঘোষণা শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফটে থাকা ক্রিকেটারদের নাম। এর আগে গোল্ডেন ক্যাটাগরিতে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। 

এবার প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং- এই ৫ ক্যাটাগরিতে ক্রিকেটারদের তালিকা প্রকাশ করছে পিসিবি। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের ৯ ক্রিকেটার এছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতেও জায়গা হয়েছে ৫ বাংলাদেশি ক্রিকেটারের। সব মিলিয়ে এখনো পর্যন্ত ২৩ বাংলাদেশি জায়গা পেলেন পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে।  

সিলভার ক্যাটাগরিতে বাংলাদেশি- আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, ফরহাদ রেজা, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, মুক্তার আলি, মোহাম্মদ নাইম শেখ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফ হাসান।

ডায়মন্ড ক্যাটাগরিতে- তামিম ইকবাল, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান।

গোল্ড ক্যাটাগরিতে- আবুল হাসান রাজু, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেন, অলক কাপালি, আমিনুল ইসলাম বিপ্লব, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাসকিন আহমেদ।

এমএইচবি

আরও পড়ুন