• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৯, ০৪:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৮, ২০১৯, ০৪:৩৮ পিএম

আবারও বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

আবারও বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল
শিরোপা উল্লাসে মাতোয়ারা ব্রাজিলের যুবারা। ছবি : সংগৃহীত

পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। জাতীয় দলের সমান বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরার খুব কাছে পৌঁছে গেল অনুর্ধ্ব ১৭ দল। রোববার (১৮ অক্টোবর) ঘরের মাঠে মেক্সিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। এর আগে এই আসরে ১৯৯৭, ১৯৯৯ এবং ২০০৩ সালে যুব শিরোপা জিতেছিল ব্রাজিল। 

ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে মেক্সিকো। ২০০৫ ও ২০১১ সালের চ্যাম্পিয়নরা শিরোপার দিকে ছুটতে থাকে। ৬৬ মিনিটে গোল করে মেক্সিকোকে লিড এনে দেন ব্রায়ান অ্যালানসো গঞ্জালেস অলিভান। ৮৪ মিনিটে সমতা ফেরায় ব্রাজিল। যদিও কাইও কাইও হোর্হের পেনাল্টি নিয়ে সৃষ্টি হয় বিতর্কের।

সমতায় ফিরে বাকি সময় মেক্সিকোকে আক্রমণের ধারে কাবু করে ফেলে ব্রাজিল। যোগ করা সময়ে ফলও পায় তারা। ৯৩ মিনিটে লাজারো ভিনিসিয়াসের গোলে জয়ের সঙ্গে শিরোপা নিশ্চিত করে স্বাগতিকরা। আট ম্যাচের সবগুলোতে জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা। সর্বোচ্চ পাঁচবার এই শিরোপা জিতেছে আফ্রিকান দল নাইজেরিয়া।

এমএইচবি

আরও পড়ুন