• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৯, ০৬:০২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৮, ২০১৯, ০৬:০২ পিএম

সতীর্থকে মেরে এক বছরের জন্য নিষিদ্ধ রাজীব

সতীর্থকে মেরে এক বছরের জন্য নিষিদ্ধ রাজীব
শাহাদাত হোসেন রাজীব। ছবি : সংগৃহীত

জাতীয় দল থেকে বাদ পড়েছেন অনেক আগেই। ফেরার সম্ভাবনাটাও প্রায় শূণ্যের কোটায়। ঘরোয়া লীগেও যে খুব একটা আহামরি কোনো পারফরম্যান্স করেছেন, তেমনও না। তবে মাঝে মধ্যেই আলোচনায় আসেন শাহাদাত হাসান রাজীব। দেড় বছর আগে শিশু গৃহকর্মীকে নির্যাতন করে অর্থদণ্ড দিয়ে ছাড় পেয়েছিলেন তিনি। 

এবার ঘটিয়েছেন আরও এক বড় কাণ্ড। জাতীয় লীগের ম্যাচে খুলনা বিভাগের বিপক্ষে রোববার ফিল্ডিংয়ের সময়  আরাফাত সানিকে প্রথমে বলের উজ্জ্বলতা ধরে রাখতে ঘষতে বলেন রাজীব। কিন্তু তাতে অস্বীকৃতি জানান সানি। তাতেই ক্ষিপ্ত হয়ে সানির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রাজীব। এক পর্যায়ে শুরু করেন মারধর। 

আর এই ঘটনায় সব ধরণের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন জাতীয় দলের সাবেক এই তারকা পেসার। নিয়মানুযায়ী এই অপরাধের শাস্তি সর্বনিম্ন এক বছর থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা। এছাড়া, ম্যাচ ফি’র পুরোটা জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারির প্রতিবেদনটি টেকনিক্যাল কমিটি প্রধান মিনহাজুল আবেদীনের হাতে পৌঁছালে শাহাদাতকে ১ বছরের জন্য নিষিদ্ধ করার ঘোষণা দেয়া হয়।

এমএইচবি

আরও পড়ুন