• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৯, ০৩:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৯, ২০১৯, ০৩:৩৮ পিএম

মাশরাফী ভাইয়ের পরে দল পাওয়া লজ্জাজনক : তামিম

মাশরাফী ভাইয়ের পরে দল পাওয়া  লজ্জাজনক : তামিম
তামিম ইকবাল।

গত বিপিএলেও ছিলেন আসরের অন্যতম সেরা বোলার। তার আগের বছর তো অধিনায়ক হিসেবে জিতেছেন শিরোপা। শুধু সেই আসরই না, ছয় আসরে ভিন্ন তিন দলের হয়ে মাশরাফী শিরোপা উঁচিয়ে ধরেছেন চার বার। অথচ সেই মাশরাফীরই কি না প্রায় দলই পাচ্ছিলেন না। 

পরে অবশ্য ড্রাফটের সপ্তম ডাকে এসে তাকে দলে ভেড়ায় ঢাকা প্লাটুন। তাতে বিস্মিত হয়েছিলেন অনেকেই। সবার মতো এতে অবাক হয়েছেন ঢাকা প্লাটুনে মাশরাফীর সঙ্গী ও জাতীয় দলের সতীর্থ তামিম ইকবালও। এমন ঘটনাকে লজ্জাজনকই মনে করছেন দেশসেরা এই ওপেনার। 

দেশের এক জাতীয় দৈনিককে তিনি বলেন, ‘এটা আমার কাছে লজ্জাজনকই মনে হয়েছে যে মাশরাফী ভাইয়ের মতো ক্রিকেটার দল পেয়েছেন একেবারে শেষ দিকে। আর এটা নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে। কাল রাতে (পরশু) ভাবছিলাম, উনারই এই অবস্থা, আমার বেলায় না জানি কী হয়।’

এর আগেও একবার মাশরাফীর সঙ্গে ঘটেছিল এমন ঘটনা। বিপিএলের একেবারে প্রথম আসরে দল পাচ্ছিলেন না জাতীয় দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক। শেষে তাকে দলে ভিড়িয়েছিল সে সময়কার ঢাকা গ্ল্যাডিয়েটরস। ওই আসরে অধিনায়ক হিসেবে তাদের চ্যাম্পিয়নও করেছিলেন মাশরাফী।

এবারও কী তেমন কিছু হবে? তামিমের জবাব, ‘দেখি ২০১২ সালের মতো কিছু হয় কি না। হলে তো সবচেয়ে ভালো হয়। খুব করে চাচ্ছি এবার যেন শিরোপা জিততে পারি। শিরোপা সববারই জিততে চাই। এবার আরো বেশি চাচ্ছি মাশরাফী ভাইয়ের জন্য।’

তামিম মনে করেন মাশরাফীকে দলে ভিড়িয়ে লাভবান হয়েছে ঢাকা প্লাটুনই, ‘আমার তো মনে হয় ঢাকা প্লাটুনই লাভবান হয়েছে উনার মতো একজন ক্রিকেটারকে পেয়ে।অবাক কাণ্ড দেখেন, যে লোকটা গত বিপিএলেও শীর্ষ উইকেটটেকারদের একজন, তাঁকে আজ দল পেতে অপেক্ষায় থাকতে হয়েছে! আমি নির্দ্বিধায় বলতে পারি, আমার দেখা সফলতম ক্রিকেটার তিনি। বিশেষ করে বিপিএলে। চারটি ট্রফি জিতেছেন। এবং প্রতিবার উনার নিজের পারফরম্যান্সও ভালো ছিল।’

এমএইচবি

আরও পড়ুন