• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৯, ০৭:২৭ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৯, ২০১৯, ০৭:২৭ পিএম

আবারও স্পেন জাতীয় দলের কোচের দায়িত্ব পেয়েছেন ‍এনরিকে

আবারও স্পেন জাতীয় দলের কোচের দায়িত্ব পেয়েছেন ‍এনরিকে
লুইস এনরিকে।

পদত্যাগের ৫ মাসের মাথায় আবারও স্পেন জাতীয় দলের কোচের দায়িত্ব পেয়েছেন লুইস এনরিকে। গত রাশিয়া বিশ্বকাপের ঠিক আগে কোচের পদ থেকে অব্যাহতি দেয়া হয় হুলেন লুপেতেগোইকে। তারপর দায়িত্ব নেন ফের্নান্দো হেইরো। 

কিন্তু স্বাগতিক রাশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে স্পেনের কোচ থেকে বরখাস্ত করা হয় তাকেও। এরপরই প্রধান কোচের দায়িত্ব দেয়া হয় এনরিকেকে। তবে তার ৯ বছরের কন্যা সন্তানের অসুস্থতার কারণে চাকরি ছাড়েন তিনি। তবে হাড়ের ক্যান্সারে আক্রান্ত মেয়েকে বাঁচাতে পারেননি এনরিকে।

এনরিকের পর তার সহকারি মেরেনোকে দায়িত্ব দেয়া হয়। জুনে তাকে অন্তর্বর্তীকালীন থেকে স্থায়ী কোচের পদে নিয়োগ দেওয়া হয়েছিল। মোরেনোর অধীনে ইউরো বাছাইপর্বে ৮ ম্যাচ খেলে ৬ জয় ও ২ ড্র মিলিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে স্পেন। এখন তার বদলে আবারও কোচের দায়িত্বে আসছেন এনরিকে।

এমএইচবি

আরও পড়ুন