• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৯, ০৮:৪২ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৯, ২০১৯, ০৮:৪৪ এএম

মেসির পেনাল্টি গোলে বেঁচে গেল আর্জেন্টিনা

মেসির পেনাল্টি গোলে বেঁচে গেল আর্জেন্টিনা
উরুগুয়ের বিপক্ষে বল দখলের লড়াইয়ে লিওনেল মেসি। ফটো : টুইটার

উরুগুয়ের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অতিরিক্ত সময়ে মেসির পেনাল্টি গোলে পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকার পরেও ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে আর্জেন্টিনা। ফলে টানা ৬ ম্যাচ অপরাজিত থাকলো লিওনেল স্কালোনির দল। 

সোমবার (১৮ নভেম্বর) রাতে তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩৪ মিনিটে পাল্টা আক্রমণ থেকে লুকাস তোরেইরা ডি বক্সের ভেতরে থাকা লুইস সুয়ারেজকে পাস দেন। সুয়ারেজ বল পেয়ে পিএসজি ফরোয়ার্ড এডিনসন কাভানির দিকে ঠেলে দেন। সুযোগ পেয়ে বাঁ পায়ের স্পর্শে বল জালে জড়িয়ে উরুগুয়েকে লিড এনে দেন কাভানি। 

বিরতির পর ৬৩ মিনিটের সময় ডি বক্সের বাঁ প্রান্ত থেকে মেসির বাঁ পায়ের দারুণ এক বাঁকানো কিক মারার পর লাফিয়ে উঠে হেডে দর্শনীয় এক গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো।  

আলবিসেলেস্তেরা অবশ্য ৫ মিনিটের বেশি সমতা ধরে রাখতে পারেনি। আর্জেন্টিনার বক্সের ঠিক বাইরে সুয়ারেজকে ফাউল করায় ফ্রি কিক পায় উরুগুয়ে। এরপর সুয়ারেজের নেয়া ডান পায়ের বুলেট গতির ফ্রি কিক এক হাতে আটকাতে গিয়ে হার মানেন আর্জেন্টাইন গোলরক্ষক আন্দ্রাদা। আর তাতেই আবারো এগিয়ে যায় উরুগুয়ে।  

ম্যাচ শেষের আগ মুহূর্তে ডি বক্সের ভেতরে মার্টিন কাসেরেসের হাতে বল লাগলে পেনাল্টি পেয় যায় আর্জেন্টিনা। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে মেসির নেয়া স্পট কিক জালের ঠিকানা খুঁজে পেলে শেষ পর্যন্ত পরাজয়ের হাত থেকে রক্ষা পায় আর্জেন্টিনা। 

আগের ম্যাচে পেনাল্টি থেকে সরাসরি গোল করতে না পারলেও এবার আর ব্যর্থ হননি এলএম টেন। নিষেধাজ্ঞা কাটিয়ে টানা দুই ম্যাচেই গোল করলেন মেসি।  জাতীয় দলের জার্সিতে এটি মেসির ৭০তম গোল।

আরআইএস 
 

আরও পড়ুন