• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৯, ০৮:০০ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৮, ২০১৯, ০৮:০০ পিএম

আর্জেন্টিনার বিপক্ষে মূল্যহীন ম্যাচ জেতে না ব্রাজিল, বলছেন আলভেজ

আর্জেন্টিনার বিপক্ষে মূল্যহীন ম্যাচ জেতে না ব্রাজিল, বলছেন আলভেজ
মেসিকে আটকানোর চেষ্টা করছেন আলভেজ। ছবি : সংগৃহীত

ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যেকার ম্যাচ মানেই ভিন্ন রকমের উন্মাদনা। এই দুই দলের লড়াইয়ে দেখা যায় নান্দিকতার ছোঁয়া। থাকে উত্তাপ আর চাপ। যে দৃশ্য দেখা গেছে সৌদি আরবে অনুষ্ঠিত সর্বশেষ সুপার ক্লাসিকোতেও। যেখানে লিওনেল মেসির একমাত্র গোলে ব্রাজিলকে হারিয়েছে আর্জেন্টিনা। 

তবে তার আগে কোপার সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে গিয়েছিল ব্রাজিল।সে ম্যাচে ব্রাজিল দলে ছিলেন দানি আলভেজ, আর্জেন্টিনার বিপক্ষে সবশেষ প্রীতি ম্যাচটিতে খেলেননি তিনি। যেটাতে সেলেসাওরা হেরেছে আলবিসেলেস্তেদের কাছে।

আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচকে মূল্যহীন মনে করেন ব্রাজিল ডিফেন্ডার আলভেজ। তিনি বলেন, ‘যেভাবে ম্যাচটা হলো, তা সত্যিই হতাশাজনক। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি এবং দল গোছানোর ক্ষেত্রে আরও উন্নতি করতে হবে। তবে মনে রাখুন, আমরা কিন্তু আর্জেন্টিনার সঙ্গে হারের চেয়ে বেশি জিতি। বিশেষ করে ম্যাচটা যখন মূল্যবার হয়। মূল্যহীন (প্রীতি ম্যাচ) ম্যাচে আমরা অতো গুরুত্ব দেই না।’

এমএইচবি

আরও পড়ুন