• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৯, ০৯:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৯, ২০১৯, ০৯:৫৫ পিএম

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়ে ছন্দে ফিরলো ব্রাজিল

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়ে ছন্দে ফিরলো ব্রাজিল
ব্রাজিল ও দক্ষিণ কোরিয়ার মধ্যেকার ম্যাচের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

আগের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দী আর্জেন্টিনার বিপক্ষে হেরেছিল ব্রাজিল। আগের চার ম্যাচেও ছিল একই ফলাফল। তাই চিন্তার ভাঁজ কপালে পড়েছিল সেলেসাও সমর্থকদের। তবে সেটা কিছুটা হলেও কাটানো গেছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দারুণ জয়। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। ৯ মিনিটের মাথায় লুকাস পাকুয়েতো গোল করে এগিয়ে দেন তাদের। এই গোলে ভূমিকার রাখেন ফিলিপে কৌতিনহো। তার  পাস কাজে লাগিয়ে পাকুয়েতোর দিকে দারুণ এক ক্রস দেন রেনান লোদি।  

দ্বিতীয় গোলটি করতে আর কারো সহায়তা নেননি কৌতিনহো। ৩৬তম মিনিটে পোস্টের একদম সামনে থেকে দুর্দান্ত এক বাঁকানো ফ্রি-কিক নেন এই বায়ার্ন তারকা। দ্বিতীয়ার্ধে লোদির কাট-ব্যাক থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে গোল করেন ব্রাজিলিয়ান রাইট-ব্যাক দানিলো। বাকি সময়ে আর গোল না হলে ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

এমএইচবি

আরও পড়ুন