• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯, ১২:১১ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২০, ২০১৯, ১২:১১ পিএম

বরখাস্ত টটেনহ্যামের আর্জেন্টাইন কোচ পচেত্তিনো

বরখাস্ত টটেনহ্যামের আর্জেন্টাইন কোচ পচেত্তিনো
টটেনহ্যাম কোচ পচেত্তিনো। ছবি : সংগৃহীত

গত মৌসুমেই ছিলেন সফলতার স্বর্ণশিখরে। দলকে তুলেছিলেন চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে। বছর না ঘুরতেই ইংলিশ লীগের দল টটেনহ্যাম হটস্পায়ারের আর্জেন্টাইন কোচ মাওরোসিও পচেত্তেনি দেখে ফেললেন মুদ্রার উল্টো পিঠটাও। ব্যর্থতার দায়ে কোচের পদ থেকে তাকে বরখাস্ত করেছে টটেনহ্যাম।

২০১৪ সালে ইংলিশ ক্লাবটির দায়িত্ব নেন পচেত্তিনো। তারপর ক্লাবকে এক অন্য উচ্চতায় নিয়ে যান। ২০১৬-১৭ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় হয় হটস্পাররা। তবে চলতি মৌসুমে প্রিমিয়ার লীগের পয়েন্ট তালিকায় টটেনহ্যাম আছে ১৪ নম্বরে। কোনো প্রতিযোগিতাতেই সবশেষ পাঁচ ম্যাচে জয় পায়নি টটেনহ্যাম।

এ কারণেই কোচের পদ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। পচেত্তিনোর বরখাস্তের খবর নিশ্চিত করে টটেনহ্যাম চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বলেছেন, ক্লাব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। হেড কোচের সঙ্গে তাই ছেড়ে দেয়া হয়েছে কোচিং স্টাফের অন্য সদস্যদেরও।

এমএইচবি

আরও পড়ুন