• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯, ১২:৩১ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২০, ২০১৯, ১২:৩১ পিএম

মেসির সঙ্গে তুলনা নয়, পেলে সাধারণ ফুটবলার না : ব্রাজিল কোচ

মেসির সঙ্গে তুলনা নয়, পেলে সাধারণ ফুটবলার না : ব্রাজিল কোচ
ব্রাজিল কোচ তিতে। ছবি : সংগৃহীত

বর্তমান বিশ্ব তো বটেই সর্বকালের সেরা ফুটবলারের তালিকাতেও স্বদেশি ডিয়াগো ম্যারাডোনা ও ব্রাজিলের পেলের সঙ্গে তুলনা হয় লিওনেল মেসির। তার পায়ের জাদুতে মোহাবিষ্ট হননি এমন দর্শক খুঁজে পাওয়া কঠিন। তার দক্ষতা নিয়ে সংশয় নেই কারো। 

এই জন্যই তো মেসির তুলনা হয় সর্বকালের সেরাদের তালিকায় রাখেন কেউ কেউ। কিন্তু ম্যারাডোনাকে এক পাশে সরিয়ে রেখে যদি বলা হয়, কে সেরা মেসি নাকি পেলে? এমন প্রশ্নেই বেজায় আপত্তি বর্তমানে ব্রাজিল ফুটবল দলের প্রধান কোচ তিতের। তার মতো পেলে অতুলনীয়।

তিনি বলেন, ‘কেউ যখন অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে পেলের তুলনা করে, আমি কী করি জানেন? আমি কেবল এড়িয়ে যাই। পাত্তাই দিই না। পেলের সঙ্গে কারো কোনো তুলনাই চলে না। তিনি অতুলনীয়।’

তিতে আরও বলেন, ‘যারা পেলের সঙ্গে মেসির তুলনা করে, তাদের আসলে পেলের দক্ষতা নিয়ে কোনো ধারণাই নেই। বিস্ময়কর এক ফুটবলার ছিলেন পেলে। হ্যাঁ, মেসিও ভালো। বর্তমান সময়ের কথা হিসেব করলে মেসি অবশ্যই ভালো। কিন্তু পেলে কোনো সাধারণ মানের ফুটবলার ছিলেন না। আমি ব্রাজিলিয়ান দেখে যে এ কথাটা বলছি, তা নয়। আপনি পেলের খেলার মধ্যে কোনো ধরনের খুঁত খুঁজে পাবেন না। কেউ যদি আমার কাছে এসে মেসিকে পেলের চেয়ে বড় বলে, তার কথাবার্তার কোনো দাম দিই না আমি।’

এমএইচবি

আরও পড়ুন