• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ০৮:৩৬ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২১, ২০১৯, ০৮:৩৬ এএম

মাত্র ২ মাসের মধ্যে কোচের পদ ছাড়লেন ম্যারাডোনা

মাত্র ২ মাসের মধ্যে কোচের পদ ছাড়লেন ম্যারাডোনা
দিয়েগো ম্যারাডোনা। ফটো : সংগৃহীত

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা নিজ দেশের প্রথম বিভাগের ক্লাব হিমনাসিয়ার দায়িত্ব নেয়ার মাত্র ২ মাসের মধ্যে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেয়া এই তারকার ২০১০ সালে জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর এটিই ছিল নিজ দেশে কোচ হিসেবে প্রথম দায়িত্ব।

লীগে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা হিমনাসিয়ার দায়িত্ব নেন ম্যারাডোনা।তার অধীনে ৮ ম্যাচের ৩টিতে জয় পেয়ে টেবিলের ২২ নম্বরে উঠে আসে দলটি।

এর আগে মেক্সিকোর দ্বিতীয় স্তরের ক্লাব দোরাদোস দে সিনালোয়াকে ৯ মাস কোচিং করিয়ে তাদের শীর্ষ লিগে তুলে আনতে ব্যর্থ হন ম্যারাডোনা। কাঁধে ও হাঁটুতে অস্ত্রোপচার করানোর জন্য গত জুনে তিনি ওই দলের দায়িত্ব ছাড়েন।

আরআইএস 

আরও পড়ুন