• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ১০:৫৩ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২১, ২০১৯, ১০:৫৩ এএম

এস এ গেমসে ২০ সদস্যের বাংলাদেশ ফুটবল দল 

এস এ গেমসে ২০ সদস্যের বাংলাদেশ ফুটবল দল 
ফুটবল দলে সিনিয়র কোটায় থাকছেন জামাল ভূঁইয়াসহ ৩ জন খেলোয়াড়। ফটো : সংগৃহীত

আগামী ১-১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখারায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা সাউথ এশিয়ান (এস এ) গেমস। এবারের গেমস ফুটবলে খেলবে অংশ নেবে অনূর্ধ্ব-২৩ দল। ইতোমধ্যে গেমসকে অংশ নেয়ার জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

সিনিয়র কোটায় থাকছেন ৩ জন খেলোয়াড়। তারা হলেন- মিডফিল্ডার জামাল ভূঁইয়া, ডিফেন্ডার ইয়াসিন খান ও স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন।

ঢাকায় পাঁচদিনের অনুশীলন পর্ব শেষ করে ২৬ তারিখে নেপালের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে জেমি ডের দলের। দলের লক্ষ্য সম্পর্কে জেমি ডে বলেন, ‘আমাদের লক্ষ্য সোনা জয়। আমাদের দলটা এখন ভালো খেলছে। এ পারফরম্যান্স ধরে রাখতে পারলে ভালো কিছুই হবে।’

বাংলাদেশ দল : 

গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, মোহাম্মদ পাপ্পু হোসেন, মাহফুজুর রহমান প্রীতম।  
ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়াঁ, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, শুশান্ত ত্রিপুরা।  
মিডফিল্ডার : জামাল ভুঁইয়া, বিপলু আহমেদ, রবিউল হাসান, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আল আমিন।  
ফরোয়ার্ড : সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, রাকিব হোসেন, আরিফুর রহমান।   

আরআইএস 
 

আরও পড়ুন