• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ০৯:৫২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২১, ২০১৯, ০৯:৫২ পিএম

বসুন্ধরা কিংস ফুটবলার না ছাড়ায় শুরু হচ্ছে না এসএ গেমসের প্রস্তুতি

বসুন্ধরা কিংস ফুটবলার না ছাড়ায় শুরু হচ্ছে না এসএ গেমসের প্রস্তুতি

আগামী ১ থেকে ১০ ডিম্বের নেপালের কাঠমান্ডু ও পোখারায় হবে এসএ গেমস। এই আসরকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা ছিল এসএ গেমসের প্রস্তুতি ক্যাম্প। পাঁচ দিন অনুশীলনের পর ২৬ নভেম্বর দেশ ছাড়ার কথা ছিল ফুটবল দলের। 

কিন্তু তা সম্ভব হচ্ছে না। এসএ গেমসের প্রস্তুতির জন্য নিজেদের ফুটবলারদের ছাড়তে রাজী নয় বসুন্ধরা কিংস।এক চিঠিতে বাফুফেকে তারা জানিয়েছে, ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য ৩০ নভেম্বরের আগে তাদের ফুটবলার ছাড়তে পারবে না। তাছাড়া ফিফার নিয়ম অনুযায়ী অনূর্ধ্ব-২৩ দলের জন্য খেলোয়াড় ছাড়তে তারা বাধ্যও নয়। ক্যাম্প বাতিল হওয়ায় জাতীয় দলের কোচ জেমি ডে শুক্রবার সকালেই ইংল্যান্ড চলে যাচ্ছেন। তিনি সরাসরি দলের সঙ্গে নেপালে যোগ দেবেন বলে জানা গেছে। 

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘আমি বসুন্ধরা কিংসকে অনুরোধ করেছি। আমাদের সহসভাপতি তাবিথ আউয়ালও অনুরোধ করেছেন। কিন্তু তারা অনুরোধ না রাখলে কি করার আছে? আর ১১ জন নিয়ে তো ক্যাম্প চালানো যায় না। আর যেহেতু ক্যাম্প হবে না তাই কোচও এখানে বসে কি করবেন? তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করে সময়মতোই চলে আসবেন।’

এমএইচবি

আরও পড়ুন