• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৯, ০৬:০২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২২, ২০১৯, ০৬:০২ পিএম

হিমনাসিয়া ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসলেন ম্যারাডোনা 

হিমনাসিয়া ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসলেন ম্যারাডোনা 
দিয়েগো ম্যারাডোনা। ফটো : গেটি ইমেজ

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা নিজ দেশের প্রথম বিভাগের ক্লাব হিমনাসিয়ার দায়িত্ব নেয়ার মাত্র ২ মাসের মধ্যে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তবে এখন হঠাৎই সিদ্ধান্ত পরিবর্তন করে ম্যারাডোনা হিমনাসিয়ার দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ম্যারাডোনার আইনজীবী এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সাবেক এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক তার সিদ্ধান্ত পরির্বতন করেছেন। 

মূলত সমর্থকদের কারণেই ম্যারাডোনা নিজের সিদ্ধান্তের পরিবর্তন করেছেন বলে জানা গেছে। ম্যারাডোনাকে নিজেদের প্রিয় ক্লাবের কোচ হিসেবে দেখার আগ্রহ প্রকাশ করে অনেক সমর্থকই ক্লাবের সামনে জড়ো হয়ে তাদের দাবি জানান।

জড়ো হওয়া সমর্থকদের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ম্যারাডোনা বলেছেন, ‘এখানকার কোচ হিসেবে আমি দায়িত্ব চালিয়ে যেতে চাই। এখানে থাকতে পেরে আমি দারুণ খুশি। এজন্য আমি খেলোয়াড়, সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। আশা করছি সবাইকে সঙ্গে নিয়ে ক্লাবের জন্য ভালো কিছু করতে পারবো।’

গত সেপ্টেম্বরে হিমনাসিয়ার কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ম্যারাডোনা। তার অধীনে হিমনাসিয়া প্রথম তিনটি ম্যাচে পরাজিত হয়, বাকি দুটিতে জয়লাভ করে। বর্তমানে লীগে হিমনাসিয়া পয়েন্ট টেবিলে তলানির দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে।

আরআইএস 
 

আরও পড়ুন