• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০১৯, ০৫:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৩০, ২০১৯, ০৫:৩৭ পিএম

বিশ্বকাপের জন্য বিপিএলে চোখ নির্বাচকদের

বিশ্বকাপের জন্য বিপিএলে চোখ নির্বাচকদের
হাবিবুল বাশার সুমন। ফাইল ছবি

কয়েক দিন আগেই টেস্টে ভারতের বিপক্ষে হয়েছে ভরাডুবি। তার আগের টি-টোয়েন্টি সিরিজটা ততোটা খারাপ না গেলেও, সিরিজ জেতা হয়নি। জাতীয় দলে মাঝে মধ্যেই কাউকে টি-টোয়েন্টি স্পেশালিস্ট ভাবা হলেও স্থায়ী হতে পারেননি কেউ। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে খেলাতে টি-টোয়েন্টি স্পেশালিস্টের খুঁজে নির্বাচকদের চোখ থাকবে ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে।

বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘এই বিপিএলের দিকে আমরা আসলে তাকিয়ে আছি সেটা হল ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। টি-টোয়েন্টির জন্য কোন স্পেশালিষ্ট তৈরি করা যায় কিনা, এই বিপিএলে সেদিকেই তাকিয়ে আছি। কিছু ইয়াং স্টারেরকে আমরা ফলো করবো, কিছু সিনিয়র প্লেয়ারকেও দেখতে পারি।’

তিনি আরও বলেন, ‘মূল উদ্দেশ্য কিন্তু এখনো আমাদের টি-টোয়েন্টি দলটাতে সেরকম টি-টোয়েন্টি স্পেশালিষ্ট নাই যারা স্ট্রাইক রেট ১৩০ বা ১৪০ প্লাসে রান করতে পারে। এ কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে বিপিএলের দিকে থাকিয়ে থাকবো। যে সমস্ত তরুণ ক্রিকেটার আছে তারা কেমন করছে খুব ক্লোজলি ফলো করব। কিন্তু ব্যক্তিগতভাবে আমি দেখতে চাচ্ছি টি-টোয়েন্টি বিশেষজ্ঞ কাউকে খুঁজে পাওয়া যায় কিনা যেটা আমাদের দলের জন্য খুব দরকার।’

শেষ দিকে ব্যাটিংয়ের জন্যই যে বড় স্ট্রাইক রেটের ব্যাটসম্যান দরকার সেটাও জানিয়েছেন সুমন, ‘বিশেষ করে ৫,৬ কিংবা ৭ নম্বরে কিছু ব্যাটসম্যান দরকার যারা বড় স্ট্রাইক রেটে রান করতে পারে। দেখি এই বিপিএলে কিছু পাই কিনা, প্রতি বিপিএলই আমাদের কিছু না কিছু খেলোয়াড় তো দেয়। আশা করছি এই বিপিএলেও কাউকে না কাউকে খুঁজে পাবো আমাদের পরবর্তী বিশ্বকাপের জন্য।’

এমএইচবি

আরও পড়ুন