• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০১৯, ১০:৩৭ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১, ২০১৯, ১০:৩৮ এএম

বেইলির জোড়া গোলে হারলো বায়ার্ন 

বেইলির জোড়া গোলে হারলো বায়ার্ন 
বায়ার্ন মিউনিখের জালে দুইবার বল পাঠিয়ে জয়ের নায়ক লেওন বেইলি। ফটো : টুইটার

বুন্দেস লিগায় টানা সাতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ঘরের মাঠে লেভারকুজেনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে। ২০১২ সালের পর এই প্রথম বায়ার্নের মাঠে জিতলো দলটি।

শনিবার (৩০ নভেম্বর) রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের ১০ মিনিটে লেওন বেইলির গোলে এগিয়ে যায় লেভারকুজেন। ৩৪ মিনিটে গোল করতে ভুলতে বসা টমাস মুলার বুন্দেস লিগায় ১৩৫৬ মিনিট পর বল জালে পাঠিয়ে বাভারিয়ানদের সমতায় ফিরিয়েছিলেন। কিন্তু পরের মিনিটেই বেইলি আবারো গোল করলে বায়ার্ন স্বস্তি নিমেষেই হারিয়ে যায়।

বিরতিত পর ৮১ মিনিটে লাল কার্ড দেখেন লেভারকুজেনের জোনাথন। একজন কম থাকার সুবিধা নিতে পারেনি স্বাগতিকরা। ফলে তাদের বিপক্ষে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে লেভারকুজেন। 

লীগে বায়ার্ন মিউনিখ ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে। লেভারকুজেন ২২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এসেছে।

লাইপজিগ ২৭ পয়েন্ট নিয়ে উঠে এসেছে টেবিলের শীর্ষে। এক ম্যাচ কম খেলা বরুশিয়া মনশেনগ্লাডবাখ ২৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে শালকে। হের্টা বার্লিনকে ২-১ গোলে হারানো বরুসিয়া ডর্টমুন্ড ২৩ পয়েন্ট নিয়ে আছে পাঁচে।

আরআইএস 

আরও পড়ুন