• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০১৯, ০৯:৫২ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১, ২০১৯, ০৯:৫২ এএম

ঘরের মাঠে লিভারপুল-টটেনহ্যামের জয়, চেলসির হার

ঘরের মাঠে লিভারপুল-টটেনহ্যামের জয়, চেলসির হার
লিভারপুলের জয়ের দিন হার নিয়ে মাঠ ছেড়েছে চেলসি।

ভার্জিল ফন ডাইকের জোড়া লক্ষ্যভেদের সুবাদে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকলো লিভারপুল। 

শনিবার (৩০ নভেম্বর) অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের ১৮ মিনিটের মাথায় ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের ফ্রি কিক থেকে লাফিয়ে হেডে বল জালে পাঠিয়ে ফন ডাইক অলরেডদের লিড এনে দেন।  

২৪ মিনিটে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের কর্নার আবারো হেডে লক্ষ্যভেদ করেন এ বছরের উয়েফা বর্ষসেরা ফুটবলার ভার্জিল ফন ডাইক। 

বিরতির পর ৭৬ মিনিটের মাথায় ডি বক্সের বাইরে হাত দিয়ে বল ঠেকানোয় লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারকে লাল কার্ড দেখান রেফারি মার্টিন অ্যাটকিনসন। বদলি গোলরক্ষক আদ্রিয়ান নেমে কিছু বুঝে ওঠার আগেই ৭৯ মিনিটে ডাঙ্ক গোল করলে ব্রাইটন ব্যবধান কমায়।

আরেক ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচের ৪৮ মিনিটে ইংলিশ ডিফেন্ডার অ্যারন ক্রেসওয়েল ম্যাচের একমাত্র গোলটি করেন।

এদিকে, ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে টটেনহ্যাম হটস্পার। 

আরআইএস 

আরও পড়ুন