• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০১৯, ১১:৫৯ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১, ২০১৯, ১১:৫৯ এএম

বিসিবির এইচপি ইউনিটের প্রধান সাইমন হেলমটের পদত্যাগ

বিসিবির এইচপি ইউনিটের প্রধান সাইমন হেলমটের পদত্যাগ
সাইমন হেলমট। ফটো : ক্রিকইনফো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান সাইমন হেলমট পদত্যাগ করেছেন।

শনিবার (৩০ নভেম্বর) বিসিবি বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিন বছরের বেশি সময় ধরে বিসিবির এইচপি ইউনিটের দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ান এই কোচ। 

২০১৬ সালের জুন মাসে বিসিবি সঙ্গে যুক্ত হন হেলমট। তিনি দেশে ও দেশের বাইরে একাধিক ক্যাম্প পরিচালনা করেছেন। এইচপি ইউনিটের দায়িত্ব পালনকালে তিনি শিষ্যদের নিয়ে বিভিন্ন দেশে সফরে ছিলেন। বিসিবি ‘এ’ দলের হয়েও তিনি বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক কারণে পদত্যাগের কথা জানিয়ে হেলমট বলেন, ‘আমি আরও কিছুটা সময় থাকতে চেয়েছিলাম। কিন্তু পারিবারিক অঙ্গীকার পূরণে আপাতত আমাকে এখান থেকে চলেই যেতে হচ্ছে। 

তিনি বলেন, আবারো আমাকে সুযোগ দেয়া হলে আমি অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হবো; বিশেষ করে এইচপি ও ‘এ’ দলের সঙ্গে। এখানে কাজ করে দারুণ সময় কাটিয়েছি। একাধিক ক্রিকেটারকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে পেরেছি।’

আরআইএস 

আরও পড়ুন