• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০১৯, ০১:০২ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১, ২০১৯, ০১:০২ পিএম

বার্নস-রুটের সেঞ্চুরির পরও অস্বস্তিতে ইংল্যান্ড  

বার্নস-রুটের সেঞ্চুরির পরও অস্বস্তিতে ইংল্যান্ড  
ররি বার্নস ও জো রুটের জুটি ইংল্যান্ডকে ম্যাচের নিয়ন্ত্রণ আনতে সহায়তা করেছিল। ফটো : টুইটার

হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকালে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ইংল্যান্ড। তৃতীয় দিনে ররি বার্নস ও জো রুটের ১৭৭ রানের জুটি সফরকারীদের দারুণভাবে ম্যাচের নিয়ন্ত্রণ আনতে সহায়তা করেছিল। তবে শেষ সেশনে ২ উইকেট হারিয়ে পুরোপুরি স্বস্তিতে নেই ইংলিশরা।

রোববার (১ ডিসেম্বর) তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের করা ৩৭৫ রানের জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৮৯ রান করেছে। ইংল্যান্ডের চেয়ে এখনো ১০৬ রানে এগিয়ে নিউজিল্যান্ড। জো রুট ১১৪ রান এবং ওলি পোপ ৪ রান নিয়ে নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

প্রথম সেশনে ইংল্যান্ডের কোনো উইকেটই নিতে পারেনি কিউই বোলাররা। দ্বিতীয় সেশনে সেঞ্চুরি তুলে নিয়ে ২০৯ বলে ১৫ চারের মারে ১০১ রানের ইনিংস খেলা ররি বার্নস রান আউটে কাটা পড়ে বিদায় নেন। 

ব্যক্তিগত ২৬ রান করে টিম সাউদির বলে প্রথম স্লিপে থাকা রস টেলরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বেন স্টোকস। খানিকপর জাক ক্রাউলে মাত্র ১ রান করে নেইল ওয়াগনারের বলে বিজে ওয়াটলিংয়ের গ্লাভসে ধরা পড়ে ফিরলে ম্যাচে ফিরে আসে ব্ল্যাক ক্যাপসরা। 

আরআইএস 

আরও পড়ুন