• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০১৯, ০৬:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১, ২০১৯, ০৬:৪৫ পিএম

আরও একবার ইনিংস পরাজয়ের দ্বারপ্রান্তে পাকিস্তান

আরও একবার ইনিংস পরাজয়ের দ্বারপ্রান্তে পাকিস্তান
ছবি : ইএসপিএন

দ্বিতীয় দিনশেষে আলোচনায় ছিল ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি। তৃতীয় দিনে পাকিস্তান শঙ্কায় পড়েছে আরও একটি ইনিংস পরাজয়ের। আগের টেস্টেই যে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক ইনিংস পরাজয় হয়েছিল তাদের। সেই অস্বস্তি কাটানোর আগেই নেমে এসেছে নতুন শঙ্কা।

অ্যাডিলেড ওভালে দিবা-রাত্রির টেস্টে প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নারের মহাকাব্যিক ট্রিপল সেঞ্চুরি ও ও মার্নাস লাবুশানের সেঞ্চুরিতে রান পাহাড়ে চড়ে অজিরা। ৩৯ চার ও ১ ছক্কায় ৩৩৫ রান করেন ওয়ার্নার আর ২২ চারে লাবুশানে করেন ১৬২ রান। অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা করে ৫৮৯ রানে। 

জবাব দিতে নেমে স্কোরকার্ডে ১০০ রান তোলার আগেই সাজঘরে ফেরেন পাকিস্তানের ৬ ব্যাটসম্যান। চার নম্বরে বাবর আজমের ৯৭ রান ও আট নম্বরে নামা লেগ স্পিনার ইয়াসির শাহের ১১৩ রানে ৩০২ করলেও ফলো অন এড়াতে পারেনি পাকিস্তান। অজিদের হয়ে মিচেল স্টার্ক ৬, প্যাট কামিন্স ৩ ও জশ হ্যাজিলউড পান ১ উইকেট। পরে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেও ৩৯ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলেছে আজহার আলীরা।

এমএইচবি

আরও পড়ুন