• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০১৯, ০৯:১৫ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২, ২০১৯, ০৯:১৫ এএম

এস এ গেমস ফুটবল 

স্বর্ণ জয়ের মিশনে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান 

স্বর্ণ জয়ের মিশনে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান 
ভুটানের বিপক্ষে ম্যাচের আগে শিষ্যদের পরামর্শ দিচ্ছেন বাংলাদেশের কোচ জেমি ডে। ফটো : বাফুফে

দক্ষিণ এশিয়ান গেমসের ফুটবলে এবার অন্যতম সেরা ফেবারিট ধরা হচ্ছে বাংলাদেশকে। শক্তিমত্তাই বলছে কাঠমান্ডুতে সোনা জয়ের পথে এক ধাপ এগিয়ে আছে বাংলাদেশ। সোনা জয়ের লক্ষ্যে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ গেমসের ফুটবল ইভেন্টে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে। ২০১০ সালে ঢাকায় স্বর্ণ জয়ের আসরে বাংলাদেশ গ্রুপ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিয়েছিল ৪-০ গোলে। 

সোমবার (২ ডিসেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় খেলাটি শুরু হবে। 

অক্টোবরেও ভুটানের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলেছে জেমি ডের দল। দুই ম্যাচেই জিতেছে বাংলাদেশ। এসএ গেমসে অবশ্য দুইদলেরই অনুর্ধ্ব-২৩ দলের সঙ্গে আছেন তিনজন সিনিয়র খেলোয়াড়। জামাল ভুঁইয়া, ইয়াসিন খান ও নাবিব নেওয়াজ আছেন সিনিয়র কোটায়। দলটার গোলরক্ষক বাদ দিলে ডিফেন্স, মিডফিল্ড আর আক্রমণভাগেও আছেন জাতীয় দলের ফুবটলাররাই। অলিম্পিক দলটাও তাই জাতীয় দলের মতোই বলা যায়। 

এবার নেই এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী দল ভারত। গেমস শুরুর আগেই তাই জামালদের গলায় সোনার পদক দেখতে শুরু করেছেন অনেকে। যদিও মূল বাঁধা হয়ে আসতে পারে ঠাণ্ডা আবহাওয়া এবং অদ্ভুতুড়ে সূচি। 

ভুটানের বিপক্ষে ম্যাচের ঘন্টা পর একই ভেন্যুতে আবার মালদ্বীপের বিপক্ষে নামতে হবে জেমি ডের দলকে। পর পর দুইদিন ম্যাচ নিয়ে বাংলাদেশ কোচের অসন্তোষ তো আছেই, তবে আপাতত ম্যাচেই মনোযোগ রাখতে চান তিনি। ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে একটু মজা করেই সংবাদ সম্মেলনে বলেছেন, এমন ফিক্সচার আগে দেখেননি, আর কোনোদিন দেখতেও চান না! 

এবারে গেমসের ফুটবলে অংশ নিচ্ছে তিনবারের চ্যাম্পিয়ন নেপাল, দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ, একবারের রৌপ্যজয়ী মালদ্বীপ ও শ্রীলংকা এবং এখনো পদক না পাওয়া ভুটান।গত আসরে বাংলাদেশ বিদায় নিয়েছিল সেমিফাইনালে ভারতের কাছে হেরে। এবার সেই ভারত ফুটবল ইভেন্টে নেই। তাই বাংলাদেশের ফুটবলামোদীরা প্রত্যাশা করতেই পারে আবার ফুটবলে শ্রেষ্ঠত্ব ফিরবে বাংলাদেশের।

যেহেতু কাগজে কলমে বাংলাদেশ এগিয়ে আছে অনেকটা, তাই চাপও সঙ্গী এবার। তবে বাংলাদেশ এই টুর্নামেন্টের পরিষ্কার ফেভারিটও নয়। স্বাগতিক নেপাল বড় বাঁধা হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশের জন্য। গ্রুপ পর্বে বাংলাদেশের সবশেষ ম্যাচ নেপালের সঙ্গে। এর আগেই ফাইনালের জায়গাটা নিশ্চিত করতে চাইবেন জেমি ডে।

আরআইএস 

আরও পড়ুন