• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৯, ১০:৩৬ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৬, ২০১৯, ১০:৩৬ এএম

ফিক্সিং ইস্যুতে আমরা অনেক বেশি সিরিয়াস : পাপন

ফিক্সিং ইস্যুতে আমরা অনেক বেশি সিরিয়াস : পাপন
নাজমুল হাসান পাপন।

সাম্প্রতিক সময়ে ফিক্সিং ব্যাপারটা বাংলাদেশের ক্রিকেটে বেশ পরিচিত। ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়ে তা গোপন রাখায় সব ধরণের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যে তিন ম্যাচে প্রস্তাব পেয়েছিলেন সাকিব, তার মধ্যে ছিল বিপিএলের ম্যাচও। 

ক'দিন বাদেই মাঠে গড়াতে চলেছে বিপিএলের আরও একটি আসর। এবার ফিক্সিং ইস্যুতে বেশ সতর্ক অবস্থানের রয়েছে বলেই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দুর্নীতি দমন ইউনিটের পাশাপাশি আরও একজনকে দলের সঙ্গে দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দুর্নীতি দমন ইউনিট (বিসিবির নিজস্ব) তো আছেই। আর আমরা প্রত্যেকটি দলের সঙ্গে একজন করে দিয়ে দিয়েছি। আমরা অনেক বেশি সিরিয়াস।’

সাকিব ইস্যুর পর আগের চাইতে সতর্কতা বেড়েছে কিনা জানতে চেয়ে করা প্রশ্নে বিসিবি সভাপতির উত্তর, ‘তা তো অবশ্যই। এটি তো আগে থেকেই ছিল, এখন আরো বাড়ছে। যত দিন যাচ্ছে ততো বাড়ছে। মানে এটা ওরাই (দলগুলো) করছে, এমন না যে আমাদের সবকিছু করতে হচ্ছে। আমাদের শুধু অতিরিক্ত খরচ হবে।’

তিনি আরও বলেন,‘কারণ ধরেন প্রতিটি দলের সঙ্গে যদি একজন অ্যাসাইন করতে হয় তাহলে তার বেতন আছে, তাকে থাকার জায়গার ব্যবস্থা করতে হবে। আমরা এতে সঙ্গে সঙ্গেই রাজি হয়েছি। এটি ওদের (দলগুলো) থেকেই এসেছে। এমন না যে আমাদের সবকিছু করতে হবে। আমরা বলেছি যে যতটা সম্ভব সিকিউর করতে চাই। ওরা আমাদেরকে বলেছে, আমরা সেভাবেই এগোচ্ছি।’

এমএইচবি

আরও পড়ুন