• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৯, ১১:১৬ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৬, ২০১৯, ১১:১৬ এএম

ফর্মে ফিরতে মুস্তাফিজকে আইপিএল খেলার অনুমতি দিয়েছে বিসিবি!

ফর্মে ফিরতে মুস্তাফিজকে আইপিএল খেলার অনুমতি দিয়েছে বিসিবি!
মুস্তাফিজুর রহমান। ফাইল ছবি

অমিত সম্ভাবনা নিয়েই বাংলাদেশের ক্রিকেটে আগমন ঘটেছিল মুস্তাফিজুর রহমানের। তার মায়াবী কাটারের জাদুতে মুগ্ধ হননি এমন দর্শক খুঁজে পাওয়া কঠিন। কিন্তু পরবর্তী সময়ে চোট ও নানা সমস্যায় নিজেকে যেন এখন হারিয়ে খুঁজছেন কাটার মাস্টার খ্যাত এই বোলার। চোট সমস্যার কারণেই তাকে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লীগ খেলতে অনুমতি না দেয়ার কথা জানিয়েছিল বিসিবি। 

তবে আগামী আইপিএলের জন্য নিলাম অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। যেখানে বিদেশি ২৫৮ জন ক্রিকেটারের মধ্যে নাম রয়েছে মুস্তাফিজেরও। তার সঙ্গে আরও ৫ ক্রিকেটারও উঠবেন কলকাতায় অনুষ্ঠেয় ওই নিলামে। বিসিবি বলছে, ফর্মে ফেরার আশাতেই তাকে আইপিএল খেলার অনুমতি দিয়েছেন তারা। 

বিসিবি অপারেশন চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘তার চোটের কারণে আমরা তাকে ফ্র্যাঞ্জাইজিভিক্তিক ক্রিকেট খেলার অনুমতি দিইনি। তবে এখন সে কিছু সময়ের জন্য স্থিতিশীলতা খুঁজছে। সে জাতীয় ক্রিকেট লিগ (ফার্স্ট-ক্লাস ক্রিকেট) খেলেছে এবং ভারত সফরেও অংশ নিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘সে যদি সবকিছু ভালভাবে করতে পারে তবে আঘাত পাওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। সত্যি বলতে আমরা তার ফর্ম নিয়ে উদ্বিগ্ন কারণ সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বোলার। সে যদি আইপিএলে সুযোগ পায় এবং সেখানে খেলে ফর্ম ফিরে পায় তবে তা আমাদের জন্য সহায়ক হবে।’ 

এমএইচবি

আরও পড়ুন