• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৯, ১০:২৯ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১২, ২০১৯, ১০:৩০ এএম

পাঁচ মাসের অপেক্ষার অবসান, আজ মাঠে নামছেন মাশরাফী

পাঁচ মাসের অপেক্ষার অবসান, আজ মাঠে নামছেন মাশরাফী
ঢাকা প্লাটুনের অনুশীলন জার্সি গায়ে মাশরাফী। ছবি : সংগৃহীত

পুরো ক্যারিয়ার জুড়েই তার সংগ্রামের গল্প লেখা। যা নিয়ে রচিত হতে পারে হাজারো মহাকাব্য। চোটের সঙ্গে সংগ্রামেই কেটেছে তার ক্যারিয়ার। বেশ কয়েক বারই লম্বা সময়ের জন্য ছিলেন দলের বাইরে। তবে মাশরাফী বিন মোর্ত্তজার এবারের বিরতিটা একটু অন্য রকম।

বছর দুয়েক আগে অবসর নিয়েছেন টি-টোয়েন্টি থেকে। বহু বছর ধরেই খেলছেন না সাদা পোশাকের ক্রিকেটও। গত বিশ্বকাপের পর মাঠে নামেননি ওয়ানডেতেও। দলের সঙ্গে নিজের ফর্মটাও বিশ্বকাপে ভালো কাটেনি মাশরাফীর। এরপর থেকে সহ্য করতে হয়েছে অনেক সমালোচনা। 

তার জবাব দিতে যেতে চেয়েছিলেন শ্রীলঙ্কা সফরে। কিন্তু তাতেও বাধা হয়ে দাঁড়িয়েছিল চোট। লঙ্কা সফরের উদ্দেশ্যে উড়াল দেয়ার আগের দিন ইনজুরিতে পড়েন তিনি। এরপর একেবারেই আড়ালে চলে যান মাশরাফী। ক্রিকেট খেলা তো দূর, এ নিয়ে কথাও বলেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

মাস খানেক আগে থেকে বিপিএলের উদ্দেশ্যে অনুশীলন শুরু করলেও আর প্রতিযোগিতা মূলক ক্রিকেটে মাঠে নামা হয়নি মাশরাফীর। অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে আজ (বৃহস্পতিবার) বিপিএল ম্যাচ দিয়ে। দুপুর দেড়টায় মাশরাফির ঢাকা প্লাটুনের মুখোমুখি হচ্ছে ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালস। এ ম্যাচ দিয়েই দীর্ঘ ৫ মাস ৭ দিন পর প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামবেন মাশরাফী। 

এমএইচবি

আরও পড়ুন