• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৯, ০৩:৫২ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১২, ২০১৯, ০৩:৫২ পিএম

আফগান ক্রিকেটের দুর্নীতিবাজদের পরিচয় ফাঁস করবো : গুলবাদিন 

আফগান ক্রিকেটের দুর্নীতিবাজদের পরিচয় ফাঁস করবো : গুলবাদিন 
গুলবাদিন নাইব। ফটো : সংগৃহীত

বিশ্বকাপের আগে হঠাৎ করেই আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে আসগর আফগানকে সরিয়ে দেয়া হয়। এ ঘটনার ৮ মাস পরে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আবারো আসগর আফগানের কাঁধেই তিন ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

চলতি বছরের ৫ এপ্রিল আসগর আফগানকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট দলের দায়িত্ব যথাক্রমে গুলবাদিন নাইব, রশিদ খান ও রহমত শাহকে দেয়া হয়েছিল। যদিও পরে ৩ ফরম্যাটের দায়িত্ব রশিদ খানকে দেয়া হয়েছিল। 

ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে গুলবাদিন নাইবের নেতৃত্বে আফগানিস্তান ৯ ম্যাচের একটিও জিততে পারেনি। এ প্রসঙ্গে ফেসবুকে লাইভ ভিডিওতে বিস্ফোরক মন্তব্য করে বসেছেন নাইব। একইসঙ্গে নাইব জানিয়েছেন, আসগর আফগানের নেতৃত্বে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন না। তিনি বলেন, গত বিশ্বকাপে দেশের নেতৃত্ব দেওয়ার সময় তাঁকে ভীষণ উত্ত্যক্ত করেছেন আসগর এবং এসিবি চেয়ারম্যান আতিফ মাশাল। 

টুইটারে বোর্ড সদস্য, ক্রিকেটার, সাবেক বোর্ড কর্মকর্তা এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে জড়িতদের নাম প্রকাশের হুমকি দিয়েছেন গুলবাদিন নাইব। 

এক টুইটে নাইব লিখেছেন, ‘অনেকেই জিজ্ঞেস করতে পারেন, এই মাফিয়া চক্রের বিপক্ষে আমি আগে মুখ খুলিনি কেন? আমাকে সরিয়ে দিয়ে ক্রিকেট দলের সমস্যা খুঁজে বের করে তাৎক্ষণিক পরিবর্তন এবং এই চক্রকে নিষিদ্ধ করার ওয়াদা করেছিল কর্তৃপক্ষ।’

আরেকটি টুইটে গুলবাদিন লিখেছেন, ‘এমন বিশ্বাসঘাতকতার ব্যাপারে কিছু করা হয়েছে? জনস্বার্থে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নিলে আমি সবার সামনেই প্রতিটি সরকারি প্রতিনিধি থেকে বোর্ড সদস্য, ক্রিকেটার, সাবেক বোর্ড কর্মকর্তা এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করবো। সঙ্গেই থাকুন।’ 

গত বিশ্বকাপে তিনি নেতৃত্বভার পাওয়ায় কিছু ক্রিকেটার ইচ্ছে করেই বাজে খেলেছিলেন বলে দাবি করা গুলবাদিন এসব ক্রিকেটারের নাম প্রকাশ করার হুমকি দিয়ে আরেকটি টুইটে লিখেন, ‘এই একই চক্রের যোগাযোগ রয়েছে উচ্চপদস্থ কিছু সরকারি অফিশিয়ালের সঙ্গে। বোর্ড এবং ম্যানেজমেন্টের ওপর এসব অফিশিয়ালের প্রভাব রয়েছে। বোর্ডের কাছে কেউ কেউ খুব বিশ্রীভাবে স্বীকার করেছে শুধু আমি নেতৃত্ব দেয়ায় তাদের যেমন খেলার কথা ছিল তেমন খেলেনি।’

পরে আরও একটি টুইটে তিনি লিখেছেন, ‘প্রিয় আফগানরা, খেলোয়াড় এবং বোর্ডের ওপর ব্যক্তিগত আক্রোশ থেকে আমি এসব কথা প্রকাশ করিনি। দেশের ক্রিকেট ও মানুষ নিয়ে দুর্নীতি, বিশ্বাসঘাতকতা এবং অন্যান্য অনাচারের সঙ্গে জড়িত প্রতিটি ব্যক্তির পরিচয় আমি প্রকাশ করে দেবো।’

আরআইএস 

আরও পড়ুন