• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০১৯, ০২:০৮ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৪, ২০১৯, ০২:০৯ পিএম

রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন খেলাই হয়নি

রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন খেলাই হয়নি
একটানা ভারি বৃষ্টি থামলেও ভেজা আউট ফিল্ডের কারণে টেস্টের চতুর্থ দিন বল মাঠে গড়ায়নি। ফটো : ক্রিকইনফো

বেরসিক বৃষ্টি, আকাশের কালো মেঘের কারণে সৃষ্ট আলোক স্বল্পতা যেন রাওয়ালপিন্ডি টেস্টের নিত্য সঙ্গী হিসেবে প্রথম দিন থেকেই রয়েছে। কিছুতেই যেন এসবের পিছু ছাড়ার নাম গন্ধ নেই। একটানা ভারি বৃষ্টি থামলেও ভেজা আউট ফিল্ডও বল মাঠে গড়ানোর অন্তরায় ক্ষেত্রে হয়েছে। ফলে চতুর্থ দিনে একটি বলও দেখার ভাগ্য দর্শকদের হয়নি।

শনিবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। আগের দিন সারারাত ভারি বর্ষণের কারণে মাঠ ভেজা থাকায় খেলা শুরু করার মতো অবস্থা না থাকাতেই দুই আম্পায়ারকে এমন ঘোষণা দিতে হয়। 

টেস্টের প্রথম দিন টসে জিতে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ৬৮.১ ওভারে যখন ৫ উইকেট হারিয়ে ২০২ রান করেছিল, তখনই আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। সেদিন আর বল মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র ১৮.২ বল। এদিন শ্রীলঙ্কা ৬ উইকেটে ২৬৩ রান নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়।

টেস্টের তৃতীয় দিনের অবস্থা আরও শোচনীয়; ৫.২ ওভারের বেশি খেলাই হয়নি। দিনের খেলা শেষের ঘোষণা দেয়ার আগে সফরকারীদের স্কোর ছিল ৬ উইকেটে ২৮২ রান। সেঞ্চুরির অপেক্ষায় থাকা ধনঞ্জয় ডি সিলভা ১৫১ বল খেলে ১৩ চারের মারে ৮৭ এবং দিলরুয়ান পেরেরা ৬ রানে অপরাজিত আছেন। 

পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ ২টি এবং মোহাম্মদ আব্বাস ও উসমান শিনওয়ারি একটি করে উইকেট পান।    

আরআইএস 
 

আরও পড়ুন