• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৯, ০৬:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৫, ২০১৯, ০৬:৫৮ পিএম

আর্জেন্টিনার দুই ফুটবলারে চোখ ম্যান ইউ’র

আর্জেন্টিনার দুই ফুটবলারে চোখ ম্যান ইউ’র
সংগৃহীত ছবি

অ্যালেক্স ফার্গুসন যাওয়ার পর থেকেই যেন নিজেদের হারিয়ে খুঁজছে ম্যানচেস্টার ইউনাইটেড। একের পর এক কোচ বদল, নতুন খেলোয়াড় দলে ভিড়িয়েও সেই পুরনো রূপ খুঁজে পাচ্ছে না তারা। নিজেদের চেনা ছন্দে ফিরতে এবার দুই আর্জেন্টাইনের দিকে চোখ ম্যানচেস্টার ইউনাইটেডের।

ব্রিটিশ দৈনিক ‘ডেইলি মিররে’র খবর, লৌতারো মার্টিনেজ ও লিয়েনদ্রো পারেদেসকে দলে নিতে চায় ম্যানইউ।পত্রিকাটির দাবি, কম দামেই পাওয়া যাবে তাদের। দুজনকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড খরচ করতে হবে ম্যানইউকে। ইংলিশ ক্লাবটির আগ্রহের কথা জানেন দুই আর্জেন্টাইনও। 

২২ বছর বয়সী আলবিসেলেস্তে ফরোয়ার্ড মার্টিনেজের দিকে যদিও নজর আছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনারও। চলতি মৌসুমেই তার বেতন বাড়িয়েছে ইন্টার মিলান। রিলিজ ক্লজ ধরা রয়েছে ১১০ মিলিয়ন ইউরো। তার রেকর্ডও ভালো। চলতি সিরি আ’তে ১৫ ম্যাচে আট গোল করেছেন মার্টিনেজ। সেইসঙ্গে চ্যাম্পিয়ন্স লীগেও পাঁচ গোল করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। পারেদেস অবশ্য একাদশে তেমন সুযোগই পাচ্ছেন না। চলতি মৌসুমে পিএসজির হয়ে কেবল চার ম্যাচে মাঠে নেমেছেন তিনি।

এমএইচবি

আরও পড়ুন