• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত:

কোরবানির ঈদে এবার ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চামড়ার বাজারে পতন ঘটিয়েছে। অনেকে দাম না পেয়ে চামড়া ফেলে দিয়েছেন। সারা দেশে এভাবে বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়েছে। বঞ্চিত হয়েছে মাদ্রাসাগুলোও। এ অবস্থায় সরকারের নেয়া চামড়া রপ্তানির সিদ্ধান্তটি ঈদের অন্তত এক সপ্তাহ আগে নেয়া প্রয়োজন ছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ সমস্যা সৃষ্টির মূল কারণ কী, এ থেকে উত্তরণের উপায়ই বা কী হতে পারে?