• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৭, ২০১৯, ০১:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৭, ২০১৯, ০১:৩৯ পিএম

ছাদ ধসে ছাত্রী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ছাদ ধসে ছাত্রী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বরগুনার বেতাগীতে স্কুলের ছাদ ধসে ছাত্রী নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম। ছাত্রী নিহতের ঘটনায় মন্ত্রী দুঃখ প্রকাশ করেন এবং স্কুল ভবনটি পুনর্নির্মাণের নির্দেশ দেন। 

আজ রোববার (৭ এপ্রিল) সচিবালয়ে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে বরগুনার তালতলী উপজেলার ছোটবগি পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের গ্রেড বিম ভেঙে পড়ে মানসুরা (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় একই শ্রেণির আরো ৫ জন আহত হয়েছে। 

‘স্থানীয় সরকার নির্বাচন আগামীতে দলীয় প্রতীকে হবে না- এমন কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী বলেন, এটা রাজনৈতিক বিষয়, রাজনৈতিক দলের বিষয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত নেই।

জলাবদ্ধতা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, উন্নত অনেক দেশেও অতি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাজধানীর জলাবদ্ধতা নিয়ে কাজ করা হচ্ছে। আগামীতে সম্ভবত এই জলাবদ্ধতা হবে না।

এমএম/ এফসি