• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৪, ২০১৯, ০১:১৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ৪, ২০১৯, ০৭:২১ পিএম

রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। 

শনিবার (৪ মে) সকাল সাড়ে ৯ টার দিকে জামাই পাগলের মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ীর ফায়ার সার্ভিস ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শওকত আলী জোয়ারদার জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হয় এবং আহত হয় অন্তত ২২ জন। আহত ব্যক্তিদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তিরা সবাই বাসের যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়েছেন। বাসটি এখনও ঘটনাস্থলে রয়েছে।

একেএস