• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১০, ২০১৯, ০১:০৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ১০, ২০১৯, ০৮:০৪ পিএম

রাজধানীর খিলক্ষেতে শিশুসহ ২৩ রোহিঙ্গা আটক

রাজধানীর খিলক্ষেতে শিশুসহ ২৩ রোহিঙ্গা আটক
খিলক্ষেত মধ্যপাড়ার এই ভবনটির তৃতীয় তলা থেকে রোহিঙ্গাদের আটক করা হয়- ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেত থেকে নারী শিশুসহ ২৩ রোহিঙ্গাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শুক্রবার (১০ মে) ভোররাতে খিলক্ষেত মধ্যপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাজিরুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ভোররাতে ডিবির একটি টিম রাজধানীর খিলক্ষেত মধ্যপাড়ার একটি ৫তলার বাসার ৪র্থ তলায় অভিযান চালিয়ে শিশুসহ ২৩ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসার মালিকের ছেলেকেও আটক করা হয়েছে। আটক সবাইকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানান তিনি। ডিবির এ অভিযানে খিলক্ষেত থানা পুলিশও অংশ নিয়েছিল। বিদেশে পাচারের উদ্দেশ্যে রোহিঙ্গাদের খিলক্ষেত আনা হয়েছিল বলে ধারণা করছেন ওসি।

এইচ এম/টিএফ