• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৯, ২০১৯, ০৫:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৯, ২০১৯, ০৫:৪৪ পিএম

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

কক্সবাজার বিমানবন্দরকে আধুনিকায়ন ও উন্নত করা হবে : প্রধানমন্ত্রী

কক্সবাজার বিমানবন্দরকে আধুনিকায়ন ও উন্নত করা হবে : প্রধানমন্ত্রী
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-টিভি থেকে নেয়া ছবি

কক্সবাজার বিমানবন্দরকে আধুনিকায়ন করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমাদের সরকার পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করছে।

রোববার (৯ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফরের বিষয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আধুনিকায়ন করার পাশাপাশি বিমানের ফুয়েল গ্রহণের সুযোগ রাখা হবে বিমানবন্দরে। এতে করে যে শুধু বিমানের ফুয়েল নিতে বিদেশিরা আসবেন, তা নয়। আমরা যদি কক্সবাজারকে বিশ্বের পর্যটন নগরীর মত উন্নত পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে বিদেশিরা নিশ্চয়ই আকৃষ্ট হবেন। ফুয়েল নেয়ার পাশাপাশি এখানে তারা অবস্থান করবেন। আমরা কক্সবাজারকে উন্নত পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে তুলতে উদ্যোগ নিয়েছি।

এমএএম/এসএমএম