• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১০, ২০১৯, ০৭:০৫ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১০, ২০১৯, ০৭:১২ পিএম

‘নারী-শিশু নির্যাতনে জড়িতদের জামিনে সতর্ক হওয়ার নির্দেশ’

‘নারী-শিশু নির্যাতনে জড়িতদের জামিনে সতর্ক হওয়ার নির্দেশ’
আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক- ছবি: জাগরণ

নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনায় জড়িতরা যাতে উচ্চ আদালত থেকে জামিন না পায় এ বিষয়ে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
 
বুধবার (১০ জুলাই) রাজধানীর নিবন্ধন অধিদপ্তর প্রঙ্গনে জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার বিচারকদের নতুন গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে আইনমন্ত্রী এ নির্দেশ দেন।

শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা বৃদ্ধির পরেও আইনের ফাঁকফোকরে অপরাধী ছাড়া পেয়ে যাচ্ছে বিষয়ে গণমাধ্যমকর্মীরা আইনমন্ত্রীকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এসব ঘটনার ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন দেয়ার পর বিজ্ঞ বিচারিক আদালতে এ ধরনের মামলাগুলো বিলম্বিত হয় না।’

তিনি বলেন, ‘আপনারা নুসরাতের মামলা দেখছেন এবং আমি আপনাদের আশ্বস্ত করতে পারি এ ধরনের মামলার ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন পাওয়ার পর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিচার কাজ সম্পন্ন হবে। এখন উচ্চ আদালতের কথা বললে আমাকে বলতেই হয়, এ পরিস্থিতিটা একটু ভিন্ন ধরনের। আমার কাছে অনেক তথ্য আছে যে বিচারিক আদালতে সাজা হয়েছে বা অত্যন্ত সেনসেশনাল মামলা মোকদ্দমায়ও দেখা গেছে যে, উচ্চ আদালতে সেসব আসামিদের বেল দিয়ে দেয়া হচ্ছে।’

এ সময় তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আমি শুধু একটু অনুরোধ করতে পারি যে অপরাধগুলো হচ্ছে আমার মনে হয় সময় এসেছে একটু কঠোর হওয়ার, সময় এসেছে এদের জেলখানায় রাখার। সে ব্যাপারে বিচার বিভাগকে আমি কোনো সুপারিশ বা আদেশ দিচ্ছি না। সামাজিক পরিস্থিতিতে আমি শুধু অনুরোধ করছি, এদিকে যেন সকলের মনোযোগটা হয়।’


টিএইচ/টিএফ

আরও পড়ুন