• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০১৯, ০৯:০৩ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৯, ২০১৯, ০১:৫৬ পিএম

জামালপুর ও ঢাকায় সিপিবির মিছিলে  হামলা, আহত ২০ 

জামালপুর ও ঢাকায় সিপিবির মিছিলে  হামলা, আহত ২০ 
জামালপুরে সিপিবির পদযাত্রায় হামলা, ছিড়ে ফেলা হয় ব্যানার

জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির (সিপিবি) মাসব্যাপী পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে সিপিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল আহসান খানসহ ৮ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে জামালপুরের ঘটনার প্রতিবাদে রাজধানীর শান্তিনগরে রাত ৯টার দিকে সিপিবি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে ছাত্রলীগ নামধারী কিছু যুবক মিছিলে হামলা চালায় ও লাঠিপেটা করে। এতে ১২ জন আহত হন। 

সিপিবির জামালপুর জেলা শাখার সভাপতি মোজাহারুল হক জানান, কেন্দ্রীয় কমিটির ১৮ দফা দাবি বাস্তবায়নে সারাদেশে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি চলছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খানের নেতৃত্বে সিপিবির জামালপুর জেলা ও ইসলামপুর উপজেলা শাখার শতাধিক নেতাকর্মী ইসলামপুরের কুলকান্দি থেকে একটি পদযাত্রা বের করেন। পদযাত্রাটি ইসলামপুর ও মেলান্দহ হয়ে সন্ধ্যায় মাদারগঞ্জে পৌঁছালে সেখানে স্থানীয় ছাত্রলীগ নেতা জোবায়েরের নেতৃত্বে একদল সন্ত্রাসী সিপিবির ওই পদযাত্রা কর্মসূচিতে অতর্কিত হামলা চালায়ে এতে মঞ্জুরুলসহ ৮ জন আহত হন।  

তিনি বলেন, হামলাকারীরা পদযাত্রায় অংশগ্রহণকারীদের মারধর করে এবং পদযাত্রার ব্যানার ফেস্টুন নিয়ে ছিঁড়ে ফেলে। এছাড়া সন্ত্রাসীরা পদযাত্রায় ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে। 

ঢাকায় ছাত্রলীগের হামলায় সিপিবি কর্মী আহত 

এদিকে পদযাত্রায় হামলার পর ওই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এর বিচার দাবিতে মাদারগঞ্জ উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেন।  

তিনি বলেন, এক পর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ নেতারা হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সিপিবির নেতারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।

এ দিকে জামালপুরের ঘটনার প্রতিবাদে রাত ৯টার দিকে রাজধানীর শান্তিনগর মোড়ে সিপিবির সদস্যরা বিক্ষোভ মিছিল বের করলে ছাত্রলীগ নামধারী একদল যুবক মিছিলে হামলা চালায় ও এলোপাতারি লাঠিপেটা করে।এ সময় এক সিপিবি নেতা গুরুতর আহত হন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর শান্তিনগরে সিপিবির মিছিলে ছাত্রলীগের  হামলা। শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, শাখা সদস্য হোসেন আলী, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়সহ অন্ততঃ ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে হাপাতালে পাঠানো হয়েছে। 

খবর পেয়ে রাত ১০টা দিকে পল্টন থানার ওসি এবি সিদ্দিক ঘনাস্থলে যান। সেখানে ছাত্রলীগের ছেলেদের বুঝিয়ে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।

হামলার প্রতিবাদে শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে পার্টির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিএস