• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০১৯, ০৫:৪৪ পিএম

সাভারে ৬ নারী ছিনতাইকারী আটক 

সাভারে ৬ নারী ছিনতাইকারী আটক 

 

সাভারে ছিনতাইকালে একটি নারী চক্রের সক্রিয় ৬ সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে সাভার মডেল থানা পুলিশে সোপর্দ করেছে সাধারণ জনতা। 

সোমবার (২১ জানুয়ারি ) দুপুরে  সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে ছিনতাই করার সময় স্থানীয় জনতা তাদের আটক করে।

আটককৃতরা হলেন- মায়েরুন (২৬), কমলা (২৬), মিতু (২৫), ফরিদা (৫০), বানেছা (৪০), জামেলা (৩৫), মারুফা (৪৫)। তারা সকলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার, নাছিরনগর থানার ডরমন্ডল গ্রামের বাসিন্দা। 

পুলিশ জানান, ওই নারী চক্র দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে গেন্ডা বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে উঠে পড়ে। পরে বাসের ছিটে বসে থাকা এক নারীর গলায় স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় ওই বাসযাত্রী চিৎকার করলে বাসের অনান্য যাত্রীরা নারী চক্রের এক জনকে আটক করে। আটককৃত নারী ছিনতাইকারীর তথ্যের ভিত্তিতে বাসে লুকিয়ে থাকা আরও ৫ নারীকে আটক করে সাধারণ জনতা। পরে তাদের গণধোলাই দিয়ে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের  উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান জানান, গণধোলাইয়ের শিকার ৬ নারী ছিনতাইকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরর প্রক্রিয়া চলছে।

এএস/