• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০১৯, ০৬:৩৩ পিএম

নোয়াখালীতে জিপ খাদে, চালকসহ ৩ সেনা সদস্য নিহত

নোয়াখালীতে জিপ খাদে, চালকসহ ৩ সেনা সদস্য নিহত

 

নোয়াখালীর সুবর্ণচরে জিপ উল্টে সেনাবাহিনীর ৩ সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতেরা হচ্ছেন- গাড়িচালক সেনা সদস্য ফয়েজ, সৈনিক মামুন ও ফিরোজ। এ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। আহতদের উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তখনই ঢাকায় রওনা হয়েছেন সেনাবাহিনীর উদ্ধারকারীদের একটি দল। 

আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে সুর্বণচর উপজেলার তোতার বাজারে এ দুর্ঘটনা ঘটে। সেনা সদস্যদের বহনকারী জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো সাহেদ মিয়া জানান, বিকালে সেনা সদস্যদের নিয়ে একটি জিপ স্বর্ণদ্বীপ সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্পে যাচ্ছিল। পথে তোতার বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরজাব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ৩ জন মারা যান। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে ও ঢাকায় নেয়া হয়েছে।

এইচ এম/এফসি