• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৫, ২০১৯, ০৮:৩৯ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৫, ২০১৯, ০২:৪২ পিএম

রাজধানীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত

রাজধানীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে  দুই ডাকাত নিহত হয়েছেন। 

শুক্রবার (০৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই ডাকাত সদস্য হলেন- নাইম (৩৫) ও জামাল (৩৮)।

গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৬টার দিকে দু’জনকেই মৃত ঘোষণা করেন।

র‌্যাব-২ এর উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, ডাকাতি করে পিকআপ ভ্যানে পালিয়ে যাওয়ার সময় সাত রাস্তায় র‌্যাব চেকপোস্টে তাদের থামতে বললে এ সময় তারা গুলি ছুঁড়ে। এ সময় র‌্যাব পাল্টা গুলি ছুঁড়লে দুই ডাকাত গুলিবিদ্ধ হন। পরে তাদের ‍উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৬টায় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

ঘটনাস্থল থেকে চোরাই গাড়িসহ বিদেশি পিস্তল জব্দ করা হয় কলে জানান এ র‌্যাব কর্মকর্তা। 

বিএস