• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০১৯, ১২:২৩ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৪, ২০১৯, ১২:২৩ পিএম

কাদের মোল্লার মৃত্যু শহীদের সংজ্ঞার মধ্যে পড়ে না : জিএম কাদের

কাদের মোল্লার মৃত্যু শহীদের সংজ্ঞার মধ্যে পড়ে না : জিএম কাদের
শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করছেন জাতীয় পার্টির চেয়ারম্যানসহ পার্টির নেতারা

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে দণ্ডিত আবদুল কাদের মোল্লাকে শহীদ আখ্যা দিয়ে দৈনিক সংগ্রাম পত্রিকায় নিউজ ছাপা ঠিক হয়নি। কাদের মোল্লাকে শহীদ বলাটা সমর্থনযোগ্য নয়। আমরা এর প্রতিবাদ করছি।

শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এর প্রশ্নের জবাবে তিনি বলেন, দৈনিক সংগ্রামের ডিক্লারেশন বাতিলের বিষয়টি একান্তই সরকারের ব্যাপার। 

জিএম কাদের বলেন, শহীদের একটা সংজ্ঞা আছে। কাদের মোল্লার মৃত্যু এই সংজ্ঞার মধ্যে পড়ে বলে মনে করি না। 

তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে বাঙালি জাতিকে মেধা শূন্য করতে চেয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। যারা দেশমাতৃকার জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশকে আরও এগিয়ে নিতে হবে। আমরা বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবো।

এ সময় জিএম কাদেরের সঙ্গে ছিলেন- পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, আলমগীর সিকদার লোটন, নাজমা আখতার এমপি, উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, নুরুল ইসলাম নুরু, আমানত হোসেন আমানত, আহসান আদেলুর রহমান এমপি, মো. মোস্তাকুর রহমান, যুগ্ম মহাসচিব শেখ আলমগীর হোসেন, সুলতান আহমেদ সেলিম, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. শামছুল হক, ফখরুল আহসান শাহজাদা, মো. হেলাল উদ্দিন, এম.এ. রাজ্জাক খান, ডা. সেলিমা খান, এনাম জয়নাল আবেদিন প্রমুখ। 

বিএস