• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৮, ২০১৯, ০৭:৫০ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৮, ২০১৯, ০৮:০১ পিএম

খেলাপি ঋণ কমাতে সর্বোচ্চ সতর্কতা কেন্দ্রীয় ব্যাংকের

খেলাপি ঋণ কমাতে সর্বোচ্চ সতর্কতা কেন্দ্রীয় ব্যাংকের
ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট-২০১৮ এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমাতে ব্যাংকারদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। পাশাপাশি মন্দ ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নেয়া বিভিন্ন পদক্ষেপে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

মঙ্গলবার (২৮ মে) বাংলাদেশ ব্যাংকে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট-২০১৮ এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে এই নির্দেশ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর। 

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গভর্ণর ফজলে কবির বলেন, বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির অন্যতম হিসেবে আগের যেকোনও সময়ের তুলনায় বাংলাদেশ বিশ্ব অর্থনীতির সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত। ফলে বিশ্বব্যাপী অর্থ, বাণিজ্য ও রাজনীতিতে সংঘটিত নানা পরিবর্তন আমাদের জন্য বিভিন্ন আশঙ্কার পাশাপাশি সম্ভাবনার সুযোগও তৈরি করছে। এই কারণে আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে বিশ্ব অর্থনীতির পরিবর্তনের গতি-প্রকৃতির প্রতি মনযোগী থাকার পরামর্শ দেন গভর্ণর।

গভর্ণর আরো বলেন, বিশ্বের শ্লথ প্রবৃদ্ধির হার ও নানামুখী ঝুঁকি থাকার পরও নিম্নমুখী মুদ্রাস্ফীতি, রেমিট্যান্স ও রফতানি প্রবৃদ্ধি এবং আর্থিক খাত নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর প্রবৃদ্ধি সহায়ক নীতিমালার পাশাপাশি শক্তিশালী রাজস্ব ব্যবস্থাপনার ফলে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। ২০১৮ সালে সার্বিকভাবে ব্যাংকিং খাতের মূলধন পর্যাপ্ততা ও তারল্য ন্যূনতম আবশ্যকীয় হারের চেয়ে বেশি ছিল। দেশের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে ঋণ ও আমানতের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের প্রতি আহ্বান জানান।

এআই/বিএস