• ঢাকা
  • রবিবার, ০২ জুন, ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৬, ২০২১, ১২:৩৪ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৬, ২০২১, ১২:৩৪ এএম

রেকর্ড ৩৬ শতাংশ বেড়েছে রেমিট্যান্স

রেকর্ড ৩৬ শতাংশ বেড়েছে রেমিট্যান্স

বিশ্ব জুড়ে চলমান মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মধ্যেও দেশে প্রবাসী আয়ে রেকর্ড হয়েছে বিদায়ী অর্থবছরে।

২০২০-২১ অর্থবছর শেষে ২ হাজার ৪৭৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা গতবছরের তুলনায় ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি।

অর্থবছরের হিসাবে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে বিদায়ী অর্থবছরে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত অর্থবছরের শেষ মাস জুনে ১৯৪ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা পুরো অর্থবছরের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স প্রবাহ।

২০১৯-২০ অর্থবছরে ১ হাজার ৮২০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিলে দেশে।

বাংলাদেশ ব্যাংকের সোমবার (৫ জুলাই) প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসীরা ১৯৪ কোটি ৮ লাখ ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৯০ শতাংশ বেশি।

মহামারীর মধ্যেই ২০২০ সালের জুলাইয়ে ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে, যা এক মাসের হিসাবে এ যাবৎকালের সর্বোচ্চ।

রেমিট্যান্সের ওপর ভর করে করোনার মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

বৈধ উপায়ে প্রবাসীরা দেশে টাকা পাঠালে ২ শতাংশ নগদ প্রণোদনার পাওয়ার কারণেই প্রবাসীরা উৎসাহিত হয়ে বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, সরকারের নগদ প্রণোদনার কারণে বৈধ চ্যানেলে রেমিট্যান্স বেশি আসছে। চলতি অর্থবছরেও এসব সুবিধা অব্যাহত থাকবে।

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে গত অর্থবছর থেকে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা দিচ্ছে সরকার।

জাগরণ/এমএ