• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০১৯, ০৫:৫৮ পিএম

স্থল বন্দরে পণ্য আমদানিতে কড়াকড়ি

স্থল বন্দরে পণ্য আমদানিতে কড়াকড়ি
প্রতীকী ছবি


স্থল বন্দরে পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২৭ জানুয়ারি) বৈদেশিক মুদ্রানীতি বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এমন নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিদ্যমান বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থায় অনুসৃত বিধিবিধান পরিপালন সাপেক্ষে আমদানিযোগ্য পণ্য আমদানির নিমিত্তে ঋণপত্র স্থাপনের বিষয়ে অনুমোদিত ডিলার ব্যাংকের অনুকূলে সাধারণ প্রাধিকার জ্ঞাপিত রয়েছে।

সাম্প্রতিক স্থল শুল্ক স্টেশন দিয়ে অনুমোদিত পণ্য তালিকার বাইরে বিভিন্ন পণ্য আমদানির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা অনভিপ্রেত। এক্ষণে, স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রণীত এস.আর.ও নম্বর- ২৩৭-আইন/২০১৮/৩৯/শুল্ক এর নির্দেশনা মোতাবেক উল্লিখিত অনুমোদিত পণ্য ব্যতীত অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রে ঋণপত্র না খোলার বিষয়ে ডিলার ব্যাংক শাখাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। 

কেএ/আরআই