• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২০, ২০২২, ১২:৩৬ এএম
সর্বশেষ আপডেট : জুন ২০, ২০২২, ১২:৩৬ এএম

৮ বছরে সর্বোচ্চ মূল্যস্ফীতি

৮ বছরে সর্বোচ্চ মূল্যস্ফীতি
ফাইল গ্রাফিক্স

মে মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ৪২ শতাংশে দাঁড়িয়েছে। যা গত ৮ বছরের মধ্যে দেশে এটাই সর্বোচ্চ মূল্যস্ফীতি বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

এর আগে ২০১৪ সালের মে মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ।

বিবিএস এর তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের চেয়ে মে মাসে খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে, তবে খাদ্য বহির্ভূত খাতে কমেছে। মে মাসে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩ শতাংশ।

মে মাসে শহরের চেয়ে গ্রাম এলাকায় পণ্যমূল্য বেশি বেড়েছে। গ্রামে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৪ শতাংশ। মূলত চাল, তেল, শাকসবজি থেকে শুরু করে প্রয়োজনীয় খাবারের দাম বৃদ্ধির কারণে এই অবস্থা বলে মনে করছেন বিশ্লেষকেরা।

গত মাসে দেশের শহরাঞ্চলের সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৪৯ শতাংশ। আর খাদ্যের দাম ৭ দশমিক ০৮ শতাংশ হারে বেড়েছে। খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৮৫ শতাংশ।

জাগরণ/অর্থনীতি/এসএসকে/এমএ